আমি এইচটিএম এল শিখলাম। কিন্তু কোড কিভাবে বানানো বুঝতে পারছি না।


Share with your friends
Sojibmiah

Call

আপনি শুধু HTML শিখে কোন কোড লিখতে পারবেন না...!!!আপনি HTML দিয়ে সাধারণ কোন ওয়েবপেজ ডিসাইন করতে পারবেন।।।কোড লিখতে হলে আপনাকে C,C+,Python,Java et. প্রোগ্রামিং লেঞ্জুয়েজ শিখতে হবে।।।।আপনি যদি Html দিয়েই কোড লিখতে চান তাহলে পিসির Notepadd ইউস করতে পারেন

Talk Doctor Online in Bissoy App

যেহেতু আপনি HTML শিখেছেন, নিশ্চই ওয়েব ডিজাইনার ও ডেভেলপার হওয়ার জন্য, এখন আপনাকে যা করতে হবে HTML+CSS শিখতে হবে এজন্য আপনি  notepad++ সফটওয়্যার ব্যাবহার করতে পারেন এবং আর আর ফাউন্ডেশন এর ওয়েব ডিজাইন এর উপরে টিউটোরিয়াল দেখতে পারেন, এটা ইউটিউব এ পাবেন। পরবর্তী ধাপে কি শিখতে হবে তা আপনি নিজেই জানতে পারবেন এগুলো শিখতে শিখতে।

Talk Doctor Online in Bissoy App