গানটি লেখা আছে তার লিংটা দিলেও চলবে
শেয়ার করুন বন্ধুর সাথে

ওরে মন মনের কথা কেন বলিস না 
মনে যদি না সয় ব্যথা ভালবাসিস না.... 
নারে নারে নারে ও মন পিরিত করিস না(৪)
হিয়া জলে হিয়া জলে নেবে নাযে এ আখি জলে
ও রে মন প্রেমের ব্যথায় বুকের খাতায় চোখের পাতায়
বৃষ্টি নামিস না... নারে নারে নারে ও মন পিরিত করিস না(৪) 
এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানে...........
তবু সুখের সে দিন ভুলবো কি করে. কি করে ..

.তার স্বপ্ন নিয়ে চোখে আজ উঠে রে জড় বুকে.. আমি দূরে সরে থাকবো কি করে. 
কি করে...

.হিয়া জলে হিয়া জলে নেবে নাযে আখি জলে....
ও রে মন পথের দুলায় সৃতির মেলায় জাবার বেলায় পিছু ডাকিস না..
নারে নারে নারে ও মন পিরিত করিস না(৪)
এই প্রেম যে অবুজ পাখি, যদি বুকের খাচায় রাখি, ওই দুরের আকাশ 
তাকে ডাকেরে, ডাকেরে ডাকেরে...

জানি সময় জোয়ার বাটা..... থাকে গোলাপ পুলেও কাটা, 

তবু মন যে তারি ছবি আকে রে আকে রে ও
হিয়া জলে হিয়া জলে নেবে নারে এ এ আখি জলে 
ওরে মন আসায় আসায় ব্যথার বাসায় ভালবাসায় দুঃখ লুকিস না...।
নারে নারে নারে ও মন পিরিত করিস না(৪)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ