মোবাইল সিম এর ইন্টারনেট কি ওয়াই ফাই রাউডার দিয়ে চালনো যাবে, বা এমন কোনো রাউডার আছে যা দিয়ে সিম ডুকিয়ে সিম এর নেট ব্যাবহার করতে পারবো আমি গ্রামে থাকি তাই বোড ব্রান্ড ইন্টারনেট লাইন নাই যে খানে আছি সেখানে ভবিষ্যৎতে ও বোড ব্রান্ড লাইন যাবে না।
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

Wi fi রাউটার হলো wifi সংযোগ স্থাপন

করে ইন্টারনেট ব্যাবহার করার সুবিধা

যেখানে আপনি আনলিমিটেড ভাবে ইন্টারনেট

ব্যাবহার করতে পারবেন, একাধিক ব্যাবহার

কারী ও হতে পারে। সংযোগ কর্তৃক পক্ষকে মাসিক

চার্জ দিতে হয় শুধু। এখন আপনি যদি Wifi

সংযোগ না দিতে পারেন তাহলে রাউটার

ব্যাবহার করার কোনো প্রয়োজন হয় না।

আপনি বলছেন SIM কার্ড দিয়ে wifi রাউটার

ব্যাবহার করবেন.... তাহলে সিমকার্ডে তো Data MB

নিশ্চয় কিনতে হবে যেহেতু, wifi সংযোগ নেই

আমার প্রশ্ন আপনার কাছে.... আপনি যেহেতু

মেগাবাইট কিনতেই হচ্ছে তাহলে রাউটার কেন

ব্যাবহার করার কথা ভাবছেন। যাইহোক আপনার

প্রশ্নের উত্তর নিচের বিষয় গুলো পড়ুন, বুঝতে পারবেন---

না বুঝলে মন্তব্যে বলবেন....

* Wifi সংযোগ ছাড়া আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহার

   করার কোনো সুযোগ নেই... যেখানে মাসিক বিল পরিশোধ

করবেন আর ইচ্ছামত ইন্টারনেট ব্যাবহার করবেন।  এটা

সম্ভব নয় wifi সংযোগ না নিয়ে।

*  আপনি যেহেতু নিজস্ব SIM Card দিয়ে wifi

ব্যাবহার করার উপায় খুজতেছেন.... আপনাকে

এটা সাজেশন করতে পারি যে....  আপনার সিমে MB

কিনে নির্দিষ্ট ডাটা শেষ না হওয়া পর্যন্ত SIM Card টি

Android. ফোনে লাগিয়ে নিজে ইন্টারনেট ব্যাবহার

করার পাশাপাশি অন্যজন কে আপনার হ্যান্ডসেট থেকে

wifi সংযোগ দিতে পারেন অর্থাৎ আপনার মেগাবাইট

দিয়ে অন্যরাও চালাতে পারবে Wifi অপশনের মাধ্যমে।

আশা করি বুঝেছেন। ****     ধন্যবাদ      ****

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ