আমি জানি প্রশ্নটি অনেকটা বোকার মত মনে হবে তার পরেও বলছি! আমার একটি ফেজবুক আইডি আছে এবং একটি পেজও তৈরী করেছি! কিন্তু সমস্যা টি হলো কোন কিছু পোষ্ট করার পর পোষ্টির নিচে Boost post লেখা আসে আবার অনেক সময় বিল পেমেন্ট করতে বলে! আমি চাইছি Boost post টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইছি ! দয়াকরে কারো জানা থাকলে একটু উপোকার করবেন! ধন্যবাদ সকলকে!


Share with your friends
Call

এখন ফেসবুকের পেজে এমন দেখতে পাওয়া যায় Boost this post for $3 to reach up to 18,000 people. সহজ কথায় এর মানে হচ্ছে ৩ ডলার পে করলে ১৮হাজার লোকের কাছে আপনার এই পোষ্টটি পৌঁছাবে। পে করার জন্য boost post এ ক্লিক করে সব তথ্য পূরণ করে ক্রেডিট কার্ড দিয়ে সাবমিট করে দিলে ১৮হাজার মানুষের কাছে পোষ্টটি পৌঁছাবে।

Talk Doctor Online in Bissoy App