***Walton Primo R4+ - সাশ্রয়ী বাজেটে ৩ গিগাবাইট র্যাম*** পারফরম্যান্সের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো র্যাম। ফোনে অধিক র্যাম থাকা মানেই অধিক স্মুথ পারফরম্যান্স। Walton Primo R4+ মাত্র ১২,৯৯০ টাকা দামের এই ফোনের বিভিন্ন আকর্ষণীয় ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লেবিশিষ্ট এই ফোনে আরও আছে ৬৪ বিট কোয়াডকোর প্রসেসর, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ফোরজি সুবিধা, এলইডি ফ্ল্যাশযুক্ত রেয়ার ক্যামেরা, BSI সেন্সরযুক্ত ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি। এই ফোনের ক্যামেরায় প্রফেশনাল মুডের পাশাপাশি আরও আছে আলট্রা পিক্সেল মুড, যার সাহায্যে ৪০ মেগাপিক্সেলে ছবি তোলা সম্ভব। এসবের পাশাপাশি ২,৪০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারিযুক্ত এই ফোনে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য আছে এক্সট্রিম পাওয়ার সেভিং মুড, যা ব্যবহার করে মাত্র ১০% চার্জ নিয়েও অনায়াসে বেশ কয়েক ঘন্টা চালিয়ে নেওয়া যায়। Primo R4+ এর উল্লেখযোগ্য ফিচারসমূহ দেখে নেওয়া যাক- অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম গরিলা গ্লাস ৪ সমৃদ্ধ ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর ৩ গিগাবাইট র্যাম মালি T720 জিপিউ ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এলটিই সুবিধা ওটিজি সাপোর্ট ২,৪০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারি

Talk Doctor Online in Bissoy App