আমার ফোন Symphony v28। এতে opera mini প্রিইনস্টলড ছিল ।কিন্তু এ ব্রাউজার এ প্রচুর গ্লিচ।অনেক সমস্যা করে। আবার সিস্টেম থেকে এ ব্রাউজার আনইনস্টল করতে দিচ্ছে না। আবার প্লে স্টোর থেকে আপডেট দিতে চাইলে mb খরচ হয় ঠিক অর্থাৎ ডাউনলোড হয় কিন্তু আপডেট ইনস্টল করতে গেলে failed to update (error 104) দেখায় ।কীভাবে আনইনস্টল করব?
Share with your friends
Junait

Call

আপনার হ্যান্ডসেটের সাথে যে  Opera Mini থাকে

সেটা আপনি সাধারন অবস্থায় Uninstall করতে

পারবেন না, তবে আপনি Disabled করে uninstall

এর মত সকল এপস থেকে রিমুভ করে (ইনষ্টল করা)

এপস এর মধ্য থেকে ডিলিট করতে পারবেন।

নিচের নিয়ম অনুসরন করুন-

আপনার মোবাইলের Setting এ যেয়ে APPS এ প্রবেশ

করুন

image

All apps এ ক্লিক করুন, ওখান থেকে opera mini

খুঁজে বের করুন

image

অতঃপর  Disable এ ক্লিক করুন।

image

হয়ে গেল opera mini ডিলিট করা

Talk Doctor Online in Bissoy App