ফটোশপ এ ডানদিকে নিচের কোনায় থাকা লেয়ার ডিলিট হয়ে গেছে । এটা ফিরিয়ে আনব কিভাবে?
Share with your friends
Junait

Call

ফটোশপের লেয়ার ডিলিট হয়ে গেলে বা যে কোন সময় কোন ভুল হলে পূর্ববর্তী পরিস্থিতি ফিরে পাওয়ার জন্য কি-বোর্ড থেকে একসাথে Ctrl + Alt + Z. চাপুন না আসলে আবার চাপুন দেখবেন প্রতিবার চাপার জন্য প্রতিটি পূর্ববর্তী পদক্ষেপে চলে যাচ্ছে। এভাবে আপনি যদি লেয়ার ডিলিট করে ফেলেন তখন ঐ কমান্ড দিলে লেয়ারটি ফিরে আসবে উল্লেখ্য - তিনটি বাটন যথাক্রমে এক সাথে চাপতে হবে। প্রথমে Ctrl চেপে ধরে Alt চাপুন -- দুটি বাটনই চেপে ধরে রেখে অন্য আঙ্গুল দিয়ে Z চাপুন

Talk Doctor Online in Bissoy App