Samsung J2 ফোনে ডাটা সেভিং মুড করে রাখার কোন এপস আছে কি না। থাকলে লিংক দিবেন প্লিজ। ডাটা অন করলেই অটোমেটিক এমবি কেটে নেয়।
Share with your friends
Sofikul

Call

নিচের লিঙ্ক থেকে App freeze অ্যাপটি নামিয়ে নি

http://lolbd24.com/software/list/749582

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল দিন তারপর ওপেন করুন নীচের মত দেখতে পাবেন।

 image এবার আপনি যেই অ্যাপ গুলো আপনার Background থেকে ফ্রিজে ডুকিয়ে রাখতে চান সেগুলো সিলেক্ট করে নীচ থেকে Freeze তে ক্লিক করুন। ব্যাস এখন থেকে আর আপনার অপ্রয়জনিও কোন অ্যাপ আপনার অজান্তে আপনার এমবি খরজ করবে না বা আপনার RAM দখল করে বসে থাকবে না।।

Talk Doctor Online in Bissoy App
zaedali

Call

ভাই কোনও apps লাগবে না। আপনার ফোনের সাথেই রয়েছে (ultra data saving mode ) এইটা আপনার ফোনের অযথা এম্বি কাটা বন্ধ করবে। নিচের স্ক্রিন সট টি দেখুন । আর যদি আপনার ফোনের এই অপশনটি না থাকে তাহলে আপনার ফোনটি আপডেট দিন। আপডেট দিতে setting> about device> software update  আপডেট দেওয়ার সময় কিছু এম্বি রাখুন আর ডাঁটা কানেকশন চালু রাখুন। ধন্যবাদ।image

Talk Doctor Online in Bissoy App
Call

নিচের দেখুন

setting-data usage-more-restrict background data ...ok diye  rakhen

প্রয়োজনে স্ক্রিনসট দেখে নিন

Talk Doctor Online in Bissoy App