Call

 দাওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে ঠিক হতে হবে।  আপনাকে সে বিষয়ে আমল করতে হবে। দাওয়াহ কীভাবে দিবেন ও প্রথমে কাকে দিবেন এ বিষয়ে কুরান স্পষট বক্তব্য দিয়েছে। কুরান বলছে   'হে মুমিন গ'ণ! তোমরা নিজেদের কে এবং তোমাদের পরিবার পরিজন কে রক্ষা কর অই অগ্নি হতে যার ইন্ধন মানুষ ও পাথর ( তাহ'রিম:৬)' এর দ্বারা বোঝা যায় যে প্রথমে নিজেকে শোধ্রাতে হবে এবং তার পর নিজ পরিবারকে।  দাওয়ার মাধ্যমে আপনি নিশ্চয় চান যাতে মানুষ সত্য পথে আসে। এবং জান্নাত লাভ করে। নিশ্চয় সর্বপ্রথম  আপনি নিজেকেই অগ্নি থেকে বাঁ চাতে চাইবেন। সে কারণে প্রথমে নিজেকে শোধ্রান।

কিন্তু দাওয়াহ দেয়া বন্ধ করবেন না এটা ফরজ। নিজেকেও শোধ্রান সাথে সাথে আরেকজন কেও সত্যের পথে আনুন। যদি আপনি নিজে সে কাজ বা আমল না করেন,  তাহলে দাওয়াহ দেয়ার সময় আপনি ই সমস্যা য় পড়তে পারেন।  হয়ত বা মন্তব্য শুনবেন 'নিজে করে না আবার আরেকজনকে করতে বলে'।

আপনার দাওয়াহ দেয়া চালিয়ে যান।  সাথে সাথে নিজেও আমল করুন।  এটাই উত্তম। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


ইমাম গাযালী (রঃ)  তাঁর  " সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ "  বইয়ে   সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করার জন্য 

তিনটি শর্তের কথা উল্লেখ করেছেন  ,

image
image

মহান আল্লাহ কুরআনে বলেন ,

image
image
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ