আমি  Freedom app ব্যাবহার করতে চাই কিন্তু এই অ্যাপ নাকি Google প্লে stor নষ্ট করে দেবে এর জন্য ভয় হয়  কোন প্রক্রিয়ায় কি এই play stor বাছানো যাবে? 


Share with your friends
Google Play Store বাদেও আরো অনেক অ্যাপ্স ডাউনলোডার সাইট আছে যেমন 9Apps বা Mobogenie.....   আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আর যদি বলেন যে না, আমি গুগল প্লে স্টোর থেকেই ফ্রি পেইড অ্যাপ্স গুলো ইনিস্টল করবো তবে Freedom apps apk টি ব্যবহার করতে পারেন। এটি প্লে স্টোরের কোনো ক্ষতি করে না। তবে, এটি রুট হ্যান্ডসেট গুলোতে বেশি কার্যকারী হয়। যদি দেখেন Freedom apps কাজ করছে না তবে,Blackmart1Mobile MarketMobogenie MarketGetAPK; 9apps বা, 4Shared pro পছন্দ অনুযায়ী যে কোনো একটি অ্যাপ্স ইনিস্টল করে তা ব্যবহার করতে পারেন।
Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

না ভাই, অ্যাপটি আমি নিজে অনেকদিন

ব্যবহার করেছি, Playstore-এর কোনো 

ক্ষতিই করতে পারে নি। 

তবে যতসম্ভব অ্যাপটি আর কাজ করে না। 

Talk Doctor Online in Bissoy App