আমার জানার বিষয় হল এই পানির উৎস কি তা কোথায় থেকে আসে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমরা জানি যে পদার্থের ৩ টি রুপ আছে। 

১)কঠিন (বরফ)

২) তরল (পানি)

৩) বায়বীয় ( জলীয় বাস্প)

জলীয় বাস্প ঠান্ডা করলে পানি,  আর পানি ঠান্ডা করলে

বরফ হয়। আমরা এটাও জানি যে বাতাসে জলীয় বাস্প

থাকে। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বতল বের করে রাখলে

তা তার চারপাশের বাতাসে থাকা জলীয় বাস্পকে ঠান্ডা

করে। ফলে জলীয় বাস্প ঠান্ডা হয়ে পানিতে রুপান্তরিত

হয়ে বতলের চারদিকে লেগে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ