ঢাকা  এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিতে ব্যাবসায় শিক্ষা শাখায় পরীক্ষা দিতে চাই ।  কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এবং কত মার্কের ।  চান্স পেতে হলে কত মার্ক পেতে হবে । 

শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ টি বিষয়

ইংরাজি  ২০ টি প্রশ্নে ২৪ নম্বর।

বাংলা ২০ টি প্রশ্নে ২৪ নম্বর।

হিসাব বিজ্ঞান ২০ টি প্রশ্নে ২৪ নম্বর।

ম্যানেজমেন্ট ২০ টি প্রশ্নে ২৪ নম্বর।

মার্কেটিং ২০ টি প্রশ্নে ২৪ নম্বর।

ইংরাজিতে ১০ নম্বর না পাইলে একদম ফেল।

ইংরাজিতে ১০ সহ মোট ১২০ এ ৯০ পাইলে চান্স পাওয়া

যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ