বাংলাদেশে সরকারি b s cনার্সিং কলেজ কয়টা, এবং কোথায় কোথায়
Share with your friends

বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তরের প্রশাসনাধীন নার্সিং ইনস্টিটিউট সংখ্যা= 
৪৩ টি এবং এসব প্রতিষ্ঠানের মোট আসন হল = ১,৫৫০ টি
 

১. নার্সিং ইনস্টিটিউট, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। আসন সংখ্যা= ৫০ 
২. নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা।আসন সংখ্যা= ৫০ 
৩. নার্সিং ইনস্টিটিউট, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।আসন সংখ্যা= ৫০ 
৪. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, খুলনা। আসন সংখ্যা= ৫০ 
৫. নার্সিং ইনস্টিটিউট, মেহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া। আসন সংখ্যা= ৫০ 
৬. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, দিনাজপুর। আসন সংখ্যা= ৫০ 
৭. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, নোয়াখালী। আসন সংখ্যা= ৫০ 
৮. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, পাবনা। আসন সংখ্যা= ৫০ 
৯. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, যশোর। আসন সংখ্যা= ৫০ 
১০. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া। আসন সংখ্যা= ৫০ 
১১. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, টাংগাইল। আসন সংখ্যা= ৫০ 
১২. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, রাংগামাটি। আসন সংখ্যা= ৫০ 
১৩. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, পটুয়াখালী। আসন সংখ্যা= ৫০ 
১৪. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ। আসন সংখ্যা= ৩০ 
১৫. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মুন্সিগঞ্জ। আসন সংখ্যা= ৩০ 
১৬. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা। আসন সংখ্যা= ৩০ 
১৭. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মাগুরা। আসন সংখ্যা= ৩০ 
১৮. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কক্সবাজার। আসন সংখ্যা= ৩০ 
১৯. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মৌলভী বাজার। আসন সংখ্যা= ৩০ 
২০. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, শেরপুর। আসন সংখ্যা= ৩০ 
২১. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চাপাই-নবাবগঞ্জ। আসন সংখ্যা= ৩০ 
২২. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, জয়পুরহাট। আসন সংখ্যা= ৩০ 
২৩. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, সাতক্ষীরা। আসন সংখ্যা= ৩০ 
২৪. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ঠাকুরগাঁ। আসন সংখ্যা= ৩০ 
২৫. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, রাজবাড়ী। আসন সংখ্যা= ৩০ 
২৬. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া। আসন সংখ্যা= ৩০ 
২৭. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ফেনী। আসন সংখ্যা= ৩০ 
২৮. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, বাগেরহাট। আসন সংখ্যা= ৩০ 
২৯. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কুড়িগ্রাম। আসন সংখ্যা= ৩০ 
৩০. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ভোলা। আসন সংখ্যা= ৩০ 
৩১. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নেত্রকোণা। আসন সংখ্যা= ৩০ 
৩২. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, গোপালগঞ্জ। আসন সংখ্যা= ৩০ 
৩৩ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মাদারীপুর। আসন সংখ্যা= ৩০ 
৩৪. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, পিরোজপুর। আসন সংখ্যা= ৩০ 
৩৫. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, বরগুনা। আসন সংখ্যা= ৩০ 
৩৬. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নওগাঁ। আসন সংখ্যা= ৩০ 
৩৭ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নীলফামারী। আসন সংখ্যা= ৩০ 
৩৮ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, পঞ্চগড়। আসন সংখ্যা= ৩০ 
৩৯. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কিশোরগঞ্জ। আসন সংখ্যা= ৩০ 
৪০ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, জামালপুর। আসন সংখ্যা= ৩০ 
৪১. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ঝিনাইদহ। আসন সংখ্যা= ৩০ 
৪২ নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চাঁদপুর। আসন সংখ্যা= ৩০ 
৪৩. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, হবিগঞ্জ। আসন সংখ্যা= ৩০ 

বেসরকারী পর্যায়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্স চালু ইনস্টিটিউট মোট = ৩৯ টি এবং মোট আসন = ১,৫২০ টি 

১. বিএ সিদ্দিকী নার্সিং ইনস্টিটিউট, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকা। ৫০ 

২. কুমুদিনি নার্সিং ইনস্টিটিউট, মির্জাপুর, টাংগাইল। ৫০
৩. জহুরুল ইসলাম নার্সিং ইনস্টিটিউট, বাজিতপুর, কিশোরগঞ্জ। ৫০ 
৪. নার্সিং ইনস্টিটিউট, খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহী। ২০ 
৫. নার্সিং ইনস্টিটিউট, খ্রিষ্টিয়ান হাসপাতাল, চন্দ্রঘোনা। ৩০ 
৬ সিআরপি নার্সিং ইনস্টিটিউট, চাঁপাইন, সাভার, ঢাকা। ৪০ 
৭. খাজা ইউনুস আলী মেঃ কঃ হাঃ নার্সিং ইনস্টিটিউট, এনায়েতপুর, সিরাজগঞ্জ। ৫০ 
৮. ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট, ঝিলটুলি, ফরিদপুর। ৪০ 
৯. শহীদ মনসুর আলী নার্সিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকা। ২০ 
১০. ফাতেমা নার্সিং ইনস্টিটিউট, আদ্-দ্বীন হাসপাতাল, মগবাজার, ঢাকা। ৫০ 
১১. আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট, যশোর। ৩০ 
১২. সাফিনা নার্সিং ইনস্টিটিউট, কুষ্টিয়া। ৩০ 
১৩. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাঃ নার্সিং ইনস্টিটিউট, রাজশাহী। ৮০ 
১৪. নর্থ ইস্ট নার্সিং ইনস্টিটিউট, তেলিহাওড়, সিলেট। ৭০ 
১৫. নার্সিং ইনস্টিটিউট, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর, ঢাকা। ২০ 
১৬. খ্রিষ্টিয়ান হেলথ প্রজেক্ট নার্সিং ইনস্টিটিউট, জয়রামকুরা, হালুয়াঘাট, ময়মনসিংহ। ২০ 
১৭. নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল, উত্তরা, ঢাকা। ২৫ 
১৮. চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, আগ্রাবাদ, চট্টগ্রাম। ২৫ 
১৯. নার্সিং ইনস্টিটিউট, সেন্ট্রাল হাসপাতাল, গ্রীণ রোড, ধানমন্ডি, ঢাকা। ২০ 
২০. টিএমএমসি নার্সিং ইনস্টিটিউট, তারগাছ, বোর্ড বাজার, গাজীপুর। ৫০ 
২১. গ্রীণ লাইফ হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা ৪০ 
২২. টিএমএসএস নার্সিং কলেজ, ঠেঙ্গামারা, বগুড়া। ৫০ 
২৩. ইষ্ট ওয়েষ্ট নার্সিং ইনস্টিটিউট, তুরাগ, ঢাকা। ৪০ 
২৪ গ্রামীণ ক্যালিডোনিয়ান কলেজ অব নার্সিং, মিরপুর, ঢাকা ৫০ 
২৫. ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট, কল্যাণপুর, ঢাকা। ৫০ 
২৬. রংপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, ধাপ, রংপুর ৫০ 
২৭. ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স,জিয়া হাট ফাঃ হাঃ, উপশহর, দিনাজপুর। ৫০ 
২৮. সিএসএস নার্সিং ইনস্টিটিউট, তিলক, রূপসা, খুলনা। (বর্তমানে বন্ধ) ৩০ 
২৯. জিএমআর নার্সিং ইনস্টিটিউট, সোনডাঙ্গা, খুলনা। ৩০ 
৩০. বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং (বিজিসি ট্রাস্ট), চন্দনাইশ, চট্টগ্রাম ৫০ 
৩১. বেগম রাবেয়া খাতুন চৌ: নার্সিং কলেজ, পাঠানটুলা, সিলেট ৩০ 
৩২ জেমিসন রেডক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট, ৩৯৫ আন্দরকিল্লা, চট্টগ্রাম ৫০ 
৩৩ ঢাকা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউ, ওয়ারলেস গেট, মগবাজার, ঢাকা ৩০ 
৩৪ কমিউনিটি বেসড নার্সিং ইনস্টিটিউট, ময়মনসিংহ ৫০ 
৩৫ পাবনা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, বিঞ্চপুর, সাঁথিয়া, পাবনা ৪০ 
৩৬ শাহ মখদুম নার্সিং ইনস্টিটিউট, খড়খড়ি, বোয়ালিয়া, রাজশাহী ৩০ 
৩৭ প্রাইম নার্সিং কলেজ, রংপুর ৪০ 
৩৮ ল্যাম্ব নার্সিং ইনস্টিটিউট, পার্বতীপুর, দিনাজপুর ৫০ 
৩৯ কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা ৪০ 



১. বিএ সিদ্দিকী নার্সিং ইনস্টিটিউট, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকা। ৫০ 

২. কুমুদিনি নার্সিং ইনস্টিটিউট, মির্জাপুর, টাংগাইল। ৫০
৩. জহুরুল ইসলাম নার্সিং ইনস্টিটিউট, বাজিতপুর, কিশোরগঞ্জ। ৫০ 
৪. নার্সিং ইনস্টিটিউট, খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহী। ২০ 
৫. নার্সিং ইনস্টিটিউট, খ্রিষ্টিয়ান হাসপাতাল, চন্দ্রঘোনা। ৩০ 
৬ সিআরপি নার্সিং ইনস্টিটিউট, চাঁপাইন, সাভার, ঢাকা। ৪০ 
৭. খাজা ইউনুস আলী মেঃ কঃ হাঃ নার্সিং ইনস্টিটিউট, এনায়েতপুর, সিরাজগঞ্জ। ৫০ 
৮. ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট, ঝিলটুলি, ফরিদপুর। ৪০ 
৯. শহীদ মনসুর আলী নার্সিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকা। ২০ 
১০. ফাতেমা নার্সিং ইনস্টিটিউট, আদ্-দ্বীন হাসপাতাল, মগবাজার, ঢাকা। ৫০ 
১১. আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট, যশোর। ৩০ 
১২. সাফিনা নার্সিং ইনস্টিটিউট, কুষ্টিয়া। ৩০ 
১৩. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাঃ নার্সিং ইনস্টিটিউট, রাজশাহী। ৮০ 
১৪. নর্থ ইস্ট নার্সিং ইনস্টিটিউট, তেলিহাওড়, সিলেট। ৭০ 
১৫. নার্সিং ইনস্টিটিউট, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর, ঢাকা। ২০ 
১৬. খ্রিষ্টিয়ান হেলথ প্রজেক্ট নার্সিং ইনস্টিটিউট, জয়রামকুরা, হালুয়াঘাট, ময়মনসিংহ। ২০ 
১৭. নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল, উত্তরা, ঢাকা। ২৫ 
১৮. চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, আগ্রাবাদ, চট্টগ্রাম। ২৫ 
১৯. নার্সিং ইনস্টিটিউট, সেন্ট্রাল হাসপাতাল, গ্রীণ রোড, ধানমন্ডি, ঢাকা। ২০ 
২০. টিএমএমসি নার্সিং ইনস্টিটিউট, তারগাছ, বোর্ড বাজার, গাজীপুর। ৫০ 
২১. গ্রীণ লাইফ হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা ৪০ 
২২. টিএমএসএস নার্সিং কলেজ, ঠেঙ্গামারা, বগুড়া। ৫০ 
২৩. ইষ্ট ওয়েষ্ট নার্সিং ইনস্টিটিউট, তুরাগ, ঢাকা। ৪০ 
২৪ গ্রামীণ ক্যালিডোনিয়ান কলেজ অব নার্সিং, মিরপুর, ঢাকা ৫০ 
২৫. ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট, কল্যাণপুর, ঢাকা। ৫০ 
২৬. রংপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, ধাপ, রংপুর ৫০ 
২৭. ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স,জিয়া হাট ফাঃ হাঃ, উপশহর, দিনাজপুর। ৫০ 
২৮. সিএসএস নার্সিং ইনস্টিটিউট, তিলক, রূপসা, খুলনা। (বর্তমানে বন্ধ) ৩০ 
২৯. জিএমআর নার্সিং ইনস্টিটিউট, সোনডাঙ্গা, খুলনা। ৩০ 
৩০. বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং (বিজিসি ট্রাস্ট), চন্দনাইশ, চট্টগ্রাম ৫০ 
৩১. বেগম রাবেয়া খাতুন চৌ: নার্সিং কলেজ, পাঠানটুলা, সিলেট ৩০ 
৩২ জেমিসন রেডক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট, ৩৯৫ আন্দরকিল্লা, চট্টগ্রাম ৫০ 
৩৩ ঢাকা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউ, ওয়ারলেস গেট, মগবাজার, ঢাকা ৩০ 
৩৪ কমিউনিটি বেসড নার্সিং ইনস্টিটিউট, ময়মনসিংহ ৫০ 
৩৫ পাবনা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, বিঞ্চপুর, সাঁথিয়া, পাবনা ৪০ 
৩৬ শাহ মখদুম নার্সিং ইনস্টিটিউট, খড়খড়ি, বোয়ালিয়া, রাজশাহী ৩০ 
৩৭ প্রাইম নার্সিং কলেজ, রংপুর ৪০ 
৩৮ ল্যাম্ব নার্সিং ইনস্টিটিউট, পার্বতীপুর, দিনাজপুর ৫০ 
৩৯ কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা ৪০ 

ভর্তির যোগ্যতাঃ এইচ এস সি সাইন্স গ্রুপ থেকে পাশ করতে হবে। 

৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স শেষ করে, বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে পারবেন, 

বিএসসি নার্সিং কোর্সের স্বীকৃত প্রতিষ্ঠান ও আসন সংখ্যা
 

সরকারী পর্যায়ে বেসিক বিএসসি নার্সিং কলেজ ৭ টি যাদের আসন সংখ্যা মোট ৭০০ টি 


১. ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ১০০ 
২. ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ মেঃকঃহাঃ, ময়মনসিংহ। ১০০ 
৩. রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী মেঃকঃহাঃ, রাজশাহী। ১০০ 
৪. চট্রগ্রাম নার্সিং কলেজ, চট্টগ্রাম মেঃ কঃ হাঃ, চট্রগ্রাম। ১০০ 
৫. রংপুর নার্সিং কলেজ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর ১০০ 
৬. সিলেট নার্সিং কলেজ, এমএজি ওসমানী মেঃকঃহাঃ, সিলেট। ১০০ 
৭. বরিশাল নার্সিং কলেজ, শের-ই-বাংলা মেঃকঃহাঃ, বরিশাল। ১০০ 

সরকারী পোস্ট-বেসিক বিএসসি নার্সিং কলেজ ৪ টি যার আসন সংখ্যা ৫০০ 

১. সেবা মহাবিদ্যালয়, মহাখালী, ঢাকা। ১২৫ 
২. ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম। ১২৫ 
৩. বগুড়া নার্সিং কলেজ, শজিরমেকহা, বগুড়া। ১২৫ 
৪. খুলনা নার্সিং কলেজ, খুলনা। ১২৫ 

Talk Doctor Online in Bissoy App