সব উত্তর পারলে দিন,একটা দুইটা দিবেন না!
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রানী-জিরাফ, শহর -ওয়েনচুয়াং(china), রাজধানী-লাশা,, পর্বতমালা -হিমালয়, ভবন-বুর্জ খলিফা, মালভুমি -পামির, জলপ্রপাত- অ্যাঞ্জেল

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিশ্বের উচ্চতম প্রাণী- জিরাফ।

বিশ্বের উচ্চতম শহর-ওয়েন চুয়ান (তিব্বত)।

বিশ্বের উচ্চতম রাজধানী- লাপাজ,বলিবিয়া।

বিশ্বের উচ্চতম টিভি মাস্তুল- কেভিএলওয়াই টিভি মাস্তুল (যুক্তরাষ্ট্র)।

বিশ্বের উচ্চতম বিন্দু- মাউন্ট এভারেস্ট (নেপাল)।

বিশ্বের উচ্চতম পর্বতমালা- হিমালয়।

বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ- মাউন্টেন এভারেস্ট (নেপাল)।

বিশ্বের উচ্চতম মিনার- বুর্জ খলিফা।

বিশ্বের উচ্চতম আবাশিক ভবন- বুর্জ খলিফা।

★বিশ্বের উচ্চতম মালভূমি- পামির মালভূমি।

★বিশ্বের উচ্চতম ভবন- বুর্জ খলিফা।

★ বিশ্বের উচ্চতম জলপ্রপাত- অ্যান্জেল জলপ্রপাত।

★বিশ্বের উচ্চতম টাওয়ার- ওয়ারিসান মারদেকা টাওয়ার (কুয়ালালামপুর)।

★বিশ্বের উচ্চতম বিমানবন্দর- দাওচেং ইয়াডিং বিমান বন্দর (চীন)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ