গুগল এডসেেন্সে অ্যাকাউন্ট খুলার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলার কোন  দরকার বা বাদ্য বাদকতা  নাই তার কারন হচ্ছে যে এডসেেন্সেএ অ্যাকাউন্ট খুলার জন্য আপনার ব্লগ বা ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। প্রথমে এডসেেন্সে  গুগলের জিমেইল অ্যাকাউন্ট দিয়া সাইন আপ করতে হবে তারপর আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে বা ব্লগের লিঙ্ক দিতে হবে।
আর যদি আপনার ওয়েবসাইট বা ব্লগ থেকে টাকা আসে তাহলে মিনিমাম ১০ ডলার লাগবে ক্যাশ আউট করতে না হয় করা যাবে টাকা তূলার জন্য গুগল বলে দিবে কোন পদ্দতিতে তে টাকা তুলতে পারবেন,তখন আপনে পেপাল থাকলে সরা সরি টাকা তুলতে পারবেন না হয় থার্ড পার্টি থেকে তুল্তে হবে...সে ক্ষেত্রে পেয়নিয়ারের মাস্টার কার্ড বা ব্যাংক আর ভিসা কার্ড ...এই ক্ষেত্রে সাউথ ইস্ট ব্যাংক তুলনা মুলক ভাল... আশা করি উত্তর টা পেয়েছেন :) ধন্য বাদ  


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ