Call

নিচের ধাপ অবলম্বন করুন:- ১.পরীক্ষার আগের রাতে বেশি রাত জেগে পড়বেন না। ২.সকালে ভোরে উঠুন,আর আগের পড়াগুলোকে জ্বালিয়ে নিন। ৩.গোসল করে পরীক্ষার হলে যান। ৪.নির্দিষ্ট সময়ে হলে উপস্থিত থাকুন। ৫.পরীক্ষার হলে শান'ত থাকুন। ৬.এক্সাম পেপার পাওয়ার পর কারো সাথে কথা বলবেন না। ৭.যেটা ভালো পারেন,সেই প্রশ্নের উত্তর আগে দিন। ৮.লেখা অবস্থায় মোটেও কারো কথায় কান দিবেন না। আশা করি ভালো ফল পাবেন,এই উপায়ে।

Talk Doctor Online in Bissoy App