এই মোবাইল দুইটির মদ্ধে কোনটা ভালো।কোনটা কিনলে ভালো হবে দয়া করে জানাবেন??

Share with your friends

শুধু ব্যাটারি ও ফ্রন্ট ক্যামেরার দিক থেকে htc desire eye ভালো, এ দুটোর মধ্যে, আবর বাকি সব দিক থেকে htc one a9 ভালো। আপনি htc one a9 টাই নিতে পারেন (front camera 4mp, এটাই খারাপ দিক শুধু)।

Talk Doctor Online in Bissoy App

ভাই, আসলে দুইটা হ্যান্ডসেটই অনেক সুন্দর। আধুনিক এবং উন্নত সব ফিচার সম্পূর্ণ। আপনি যদি ক্যামেরার কথা বিবেচনা করেন তবে আমার কাছে HTC Desire Eye হ্যান্ডসেট টা পছন্দ। আর যদি বলেন নিরাপত্তা বা সিকিউরিটির কথা তবে HTC One A9 হ্যান্ডসেটটা পছন্দ। আপনি এখন সে ক্ষেত্রে দুই হ্যান্ডসেটের বিভিন্ন ফিচার গুলো বিবেচনা করে আপনার সাধ্যের মধ্যে যেটা ভালো মনে হবে সেটা কিনে ফেলুন। 

Talk Doctor Online in Bissoy App
Call

Htc one a9 ভালো হবে আপনি এটাই নিতে পারেন

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

১. HTC Desire Eye -এর ফন্ট ক্যামেরাতে  বেশি

মেগাপিক্সেল আছে।  

২. HTC Desire Eye স্কিন সাইজ একটু বড়।  

৩. HTC Desire Eye - এটার ব্যাটারি একটু

উন্নত।  

৪. . HTC One A9 - তে ২০০gb পর্যন্ত

মেমোরি সাপোর্ট করবে যেটা HTC Desire Eye--

এর থেকে অনেকটা বেশি।  


(তবে আপনি যদি নেন এদুটোর মধ্যে তবে

HTC One A9 টাই নিন, এটা একটু উন্নত আর

লেটেষ্ট প্রযুক্তির) 

Talk Doctor Online in Bissoy App
Antu

Call
 HTC One A9 মোবাইলটি নেন এটি লেটেস্ট মডেল একটি মোবাইল।এইখানে  HTC One A9 এর সব ডিটেইলস দেওয়া আছে দেখে নিন

Release-Date November, 2015 
OS Android OS, v6.0 (Marshmallow) 
Display-Size 5.0 Inch 
Camera-Resolution 13 MP 
3G HSDPA 850 / 900 / 1900 / 2100 
Wifi-Receiver Wi-Fi 802.11 a/b/g/n/ac 
Wifi-Hotspot Yes 
FM-Radio Yes 
Audio-Player MP3/eAAC+/WAV 
Video-Player MP4/H.264 
RAM 3 GB 
ROM 32 GB 
Memory-Card microSD, up to 200 GB 
Bluetooth v4.1, A2DP, apt-X 
Talk-Time Up to 16 hours 
Stand-By Up to 432 hours 
Other-Features Fast battery charging (Quick Charge 2.0, 3.0)
Active noise cancellation with dedicated mic
Document viewer
Photo/video editor 
Dimension 145.8 x 70.8 x 7.3 mm 
Selfie-Camera 4 MP 
Talk Doctor Online in Bissoy App