জানতে চাই
Share with your friends

চিপসেটঃ

image

কম্পিউটার সিস্টেমের মধ্যে  চিপসেট একটি ইন্টিগ্রেটেড সার্কিটের  প্রসেসর, যা মেমরি এবং যন্ত্রানুষঙ্গ মধ্যে তথ্য প্রবাহ পরিচালনা ইলেকট্রনিক উপাদানের একটি সংকলন। এটি সাধারণত মাদারবোর্ডের পাওয়া যায়। চিপসেট সাধারণত মাইক্রোপ্রসেসরের একটি নির্দিষ্ট পরিবারের সঙ্গে কাজ করার জন্য ডিজাইন করা হয়। কারণ এটা প্রসেসর ও বহিস্থিত ডিভাইসের মধ্যে যোগাযোগ নিয়ন্ত্রণ করে। চিপসেট সিস্টেম কম্পিউটারেরর কর্মক্ষমতা নির্ণয় করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  কথায় আছে, "যত গুর ততো মিষ্টি"। সে ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে চিপসেট ৬৫৭২,৬৫৮০ এর তুলনায় ৬৫৮২ ভালো হবে। আর এর কার্যক্ষমতা অপর দুই চিপসেটের তুলনায় অধিক। 

Talk Doctor Online in Bissoy App