বাংলাদেশে ডি২এইচ কত দিন পর আসবে।

সময় টিভি তে একদিন দেখলাম। কিন্তুু বুঝতে পারলাম না ১৫ ডলার দাম বলল এটা কি ১বছর নাকি ১মাস। 


Share with your friends

ভাই, D2H মানে হলো Direct to home. টেলিভিশন চ্যানেলেতে সাধারণ ভাবে যে অনুষ্ঠান বা তথ্য সম্প্রচার করে একটা তা সংরক্ষণ করে টিভি স্যাটালাইটের মাধ্যমে টেলিভিশনে এসে পৌঁছায়। বাংলাদেশে TATA Sky, Dish TV, Airtel Digital TV, Videocon d2h, Sundirect এবং BigTV DTH এই সকল সার্ভিস অনেক দিন ধরেই দিয়ে আসছে। আর এ সকল সার্ভিসের ক্ষেত্রে তারা মাসিক চার্জ গ্রহন করে। মাসিক চার্জ দিতে ব্যর্থ হলে টিভি চ্যানেল গুলো নির্দিষ্ট সময় পরে ডিসকানেক্ট হয়ে যায়। পরবর্তীতে তাদের বিল পরিষোধের পর আবার টিভি চ্যানেল গুলো পুনোরায় চালু হয়। 

আপনি সম্ভবত BEXIMCO Communications Limited এর D2H সার্ভিসটির কথা শুনেছেন যা Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) এর সহযোগিতায় বাংলাদেশ কর্তিক ডিসেম্বর,২০১৩ সালে RealVU ব্রান্ডের সার্ভিস টি চালু করার উদ্দ্যেগ নেয়।এবং প্রায় এপ্রিলের নাগাদ কাজ চলার পর তৈরি হয়। সাফল্যের সাথে ২৬টি বাংলা চ্যানেল নিয়ে। প্রতিমাসে এর মাসিক চার্জ হিসেবে দিতে হয় BDT-300টাকা অর্থাৎ US$-3.84 ডলার। আর প্রথমে এই সার্ভিস নিতে হলে আপনাকে RealVU(D2H) ক্রয় করতে হবে যার মূল্য পরবে BDT-1172 (প্রায় 1200) টাকা অর্থাৎ US$-15 ডলার। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু না বুঝলে মন্তব্য করবেন। সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App