আমার একটা জিমেইল এ্যাকাউন্ট আছে। মোবাইল এর ইমেইল অপশন দিয়ে লগিন হয় কিন্তু জিমেইল অপশন দিয়ে লগিন হয় না। নেটওয়ার্ক কানেকশন ফেইল দেখায়। এর সমাধান কি?
Share with your friends
RockStarBoy

Call

আপনি আগে ইন্টারনেট Connection ভালো করে Connected করে নিন । তার পর দেখুন আপনার মোবাইলে Google Play Store আছে নাকি । যদি না থাকে তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন । Google Play Store এবং Google Play Service. তার পরে Login করে দেখুন । যখন আপনি Play Store এ আপনার জিমেইল আইডি দিয়া Login করবেন তখন তার সাথে সাথে Gmail ও চালু হয়ে যাবে । চেষ্টা করে দেখতে পারেন ।

Talk Doctor Online in Bissoy App

আপনার মূলত নেটওয়ার্ক ওঠা নামার কারণে এমন সমস্যা হচ্ছে। এমন কোনো স্থান থেকে ডাটা কানেকশন চালু করে জিমেইলে সাইন ইন এর চেষ্টা করুন যেখানে ভালো নেটওয়ার্ক পায়। ই-মেইল আর পার্সওয়ার্ড সঠিক থাকলে দেখবেন অবশ্যই সাইন ইন হবে।

Talk Doctor Online in Bissoy App