Auto Migration সম্পর্কে বিস্তারিত জানতে চাই? দয়া করে উত্তরটা দিন। 


Share with your friends
AbdulHalim

Call

মনে করুন আপনার চয়েস গুলো ছিলো এমনঃ

১।সিভিল

২।ইলেক্ট্রিকাল

৩।মেকানিকেল।

এখন আপনি মেকানিকেলে চান্স পেয়েছেন,এবং ভর্তি

 হয়েছেন।এখন আপনি যদি অটো মাইগ্রেট সিলেক্ট 

করেন তবে আসন খালি থাকা প্রক্ষিতে আপনি প্রথম যে 

কোন চয়েসে মাইগ্রেট হবার সুযোগ পাবেন,আর তা

অটোমেটিক ভাবেই হবে যদি সিলেক্ট করে রাখেন।

কিন্তু আপনি যদি ১ম চয়েস অর্থাৎ সিভিলে চান্স

 পেয়ে যান তবে অটো মাইগ্রেট সিলেক্ট করেও অন্য

ডিপার্টমেন্টে মাইগ্রেট হওয়া যাবে না।

আর অটো মাইগ্রেট সিলেক্ট না করে থাকলে কোন 

সমস্যা নেই।

Talk Doctor Online in Bissoy App