শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মক্কার আরেকটি নিদর্শনের নাম মাকামে ইবরাহিম। মাকামে ইবরাহিম একটি পাথম যা কাবা শরিফ নির্মাণের সময় ইসমাইল আ. নিয়ে এসেছিলেন। পাথরটির ওপর দাঁড়িয়ে ইবরাহীম আ. কাবা ঘর নির্মাণ করেন। ইসমাইল আ. পাথর এনে দিতেন, এবং ইবরাহীম আ. তাঁর পবিত্র হাতে তা কাবার দেয়ালে রাখতেন। ওপরে উঠার প্রয়োজন হলে পাথরটি আল্লাহর কুদরতিভাবে ওপরের দিকে ওঠে যেত। পাথরটিতে হজরত ইবরাহিম আ. এর পদচিহৃ রয়েছে। তথ্যে পাওয়া যায়। ইবরাহিম আ. এর পদচিহ্নের একটি ১০ সেন্টিমিটার গভীর, ও অন্যটি ৯ সেন্টিমিটার। লম্বায় প্রতিটি পা ২২ সেন্টিমিটার ও প্রস্থে ১১ সেন্টিমিটার। এক মিলিয়ন রিয়েল ব্যয় করে মাকামের বক্সটি নির্মাণ করা হয়েছে। পিতল ও ১০ মিলি মিটার পুরো গ্লস দিয়ে নির্মাণ করা হয়েছে এটি। ভেতরের জালে সোনা আবরণ দেয়া হয়েছে। হাজরে আসওয়াদ থেকে মাকামে ইবরাহিমের দূরত্ব ১৪.৫ মিটার। তাওয়াফ শেষে মাকামে ইবরাহিমের পেছনে দু’রাকাত নামাজ আদায় করতে হয়। সূরা -হাজ্জ এ এর কথা উল্লেখ আছে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ