আপনি সাধারণ ভাবেই খেলতে পারবেন। তাছাড়া ক্লাস অফ ক্লান আগে গেম্স মোড দিয়ে খেলা যেতো। অতপর ২০১৬ মার্চ মাসের নতুন সংস্করণ এর পর এটি আর কোন তৃতীয় পক্ষের অ্যাপ্স কে নির্দেশ দেয় না। সে থেকে এখন আর মোড ব্যবহার করে খেলা যায় না। মোড করে খেললে আপনার গেম্স আইডি টি ব্লোক হবার সম্ভবনা আছে। সুতরাং আপনি সাধারণ ভাবেই খেলে যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ