প্রস্রাব করে ডিলা ব্যবহার না করে নামাজের সময় হলে কাপর পাল্টে নামাজ পরলে কী নামাজ হবে
শেয়ার করুন বন্ধুর সাথে

প্রশ্রাব করার পর ঢিলা ব্যবহার না করে পরে কাপড় পাল্টে নিলে নামাজ হবে কিন্ত ওজুর সময় প্রশ্রাবের জায়গা ধুয়ে নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রসাব করার পর কুলুপ ( ঢিলা, টিসু) ব্যবহার করা সুন্নাত। আর নামাজে কাপড় পাক পবিত্র থাকা ফরজ। আপনি যেহেতু  পাক পবিত্র পোশাক পরেছেন সেহেতু আপনার নামাজের কোন সমস্যা নেই, তবে একটা সুন্নাত ত্যাগ করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ঢিলা ব্যবহার না করার ফলে শরীর নাপাক থাকলে কাপড় পাল্টে নামাজ পরলে নামাজ হবেনা । কারণ নামাজের অন্যতম শর্ত হল শরীর পাক-পবিত্র থাকা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি তৎক্ষণাত tissue না করে কাপড় পাল্টে নামাজে দাঁড়িয়ে 

যান তাহলে  হবে না  । পুরুষের মুত্রনালি 18 cm লম্বা । এজন্যই 

প্রসাবের একটু সময় নিতে হয় যেন মুত্রনালি সম্পূর্ণ পরিষ্কার হয় । 

দেখা যাবে রূকু বা সেজদা দেওয়ার সময় এক ফোটা বের হয়ে 

গেল সাথে সাথে আপনার অজু শেষ । 

অনেক সময় পরে করলে নামাজ হবে তবে এতটুকু নিশ্চিত 

হতে হবে যে প্রসাব আপনার শরীরে লাগে নি । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রশ্রাব করার সময় যদি আপনার গায়ে প্রস্রাব না লাগে।তা হলে কাপড় পাল্টে নিলে নামাজ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না তাহলে নামাজ হবে না। কারন আপনি অপবিত্র থেকে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ