এইচএসসি প্লাস বিএসসি

সময় লাগবে ৫ বছর, টাকা লাগবে

১০ লাখ।

অন্যদিকে ডিপ্লোমা প্লাস বিএসসি

সময় লাগবে ৭ বছর, টাকা লাগবে

৫ লাখের মত।

আমার মতে সেরা হবে ডিপ্লোমা প্লাস বিএসসি

Talk Doctor Online in Bissoy App
AbdulHalim

Call

ধরে নিলাম আপনি সরকারিতে বিএসসি করবেন,সক্ষেত্রে আপনার খরচ( একাডেমিক) পড়বে সর্বসাকুল্যে এইচএসসি+এসএসসি ৬০ থেকে ৮০ হাজার টাকা।


আর বেসরকারিতে হলে কমপক্ষে ৬ লাখ টাকা লাগতে পারে।সময় লাগবে (২+৪) মোট ছয় বছর।


আর ডিপ্লোমা + বিএসসির ক্ষেত্রে সরকারি টেকনিকেল + ডুয়েট এর ক্ষেত্রে সর্বসাকুল্যে খরচ পড়বে ৫০ হাজার টাকার মত।

আর বেসরকারিতে হলে কমপক্ষে সাড়ে ৬ লাখ টাকা লাগতে পারে।আর সময় লাগবে (৪+৩) ৭ বছর।

আমি মনে করি ডিপ্লোমা +বিএসসি ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App