Call

"সতত হে নদ তুমি পর মোর মনে

সতত তোমারি কথা ভাবি এ বিরলে"

১৪ চরন বিশষ্ট একটি ছনেট কবিতা,  এ কবিতার মাধ্যমে কবির স্বদেশ প্রীতির পরিচয় মেলে।

কবি ফ্রান্সের ভারসাই নগরের  যে নদীর পাশে বসে ছিলেন সে নদীর দিকে তাকিয়ে বাংলাদেশের সাগর দাড়ির কপোতাক্ষ নদীর কথা ভাবছিলেন। সে পৃথীবির বহু দেশ ঘুরে বেড়িয়েছিলেন এবং বহু কিছুই দেখেছিলেন কিন্তু শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের প্রতি তার যে মমতা অন্য সব কিছুকে ম্লান করে দিয়েছিল। স্বদেশেপ্রতী গভীর ভালবাসা থেকেই এ ধরনের আবেগ তার অন্তরে বার বার প্রতিঘাত করছিল।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ