শেয়ার করুন বন্ধুর সাথে

না জন্ম ‌নিবন্ধন দি‌য়ে শেয়ার ব্যবসার অ্যাকাউন্ট খোলা যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শেয়ার ব্যবসা শুরু করতে হলে প্রথমেই

আপনাকে একটি BO account খুলতে হবে।

ব্রোকার হাউস থেকে BO account খুলতে হয়।

শেয়ার যেখানে বসে কেনা বেচা হয় তাকে

ব্রোকার হাউস বলে। আপনি আপনার এলাকার

বা আপনি যেখান থেকে ব্যবসা করতে চান

সেরকম একটি ব্রোকার হাউসে গিয়ে BO

account খুলতে পারবেন। আপনি single অথবা

joint account খুলতে পারবেন। ব্রোকারকে

বললে আপনাকে তারা একটি ফর্ম দিবে। ঐ

ফর্মটি পুরণ করে তাদের কাছে দিতে হবে।

এর সাথে আপনাকে যা যা দিতে হবে:

১. ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

২. আপনার ব্যাংক স্টেটমেন্ট ( যে ব্যাংকে

আপনার একাউন্ট আছে ঐ ব্যাংকে গিয়ে

চাইলেই আপনাকে তারা স্টেটমেন্টটি

দিবে।)

৩.একজন নমিনির ছবি।

৪. আপনার ভোটার আইডির ফটোকপি।

এছাড়াও

যেকোন DP-তে একজন BO Account Holder-কে

শনাক্ত করার জন্য Account Open করার সময়

প্রয়োজনীয় কাগজপত্র যেমন- নাগরিকত্ব

সনদপত্র/পাসপোর্টের সত্যায়িত কপি,

ব্যাংক একাউন্টের সার্টিফিকেটের কপি

জমা দিতে হবে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ