First to Last পর্যন্ত শিখতে চাই ।
Share with your friends

স্মার্টফোনে আমরা অনেকেই নানা ধরনের গেম খেলতে পছন্দ করি। এর মধ্যে টেম্পল রান, টেম্পল রান-২, সাবওয়ে সার্ফার, অ্যাংরী বার্ডস, ফ্রুট নিনজা গেমগুলো অনেক জনপ্রিয়। স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায় সবাই কম বেশি এই গেম গুলো খেলেছেন । আর, আমিতো সাবওয়ে সার্ফার খেলে খেলেই দিন পার করি প্রায় ! যাই হোক, আমি আজকে আমার প্রিয় একটি গেমের রিভিউ করব । “Arcade এবং Action” প্লাটফর্মের এই গেমটির নাম ‘Clash of Clans’।

Banner

'Clash of Clans' গেমটি নিয়ে আমার রিভিউ শুরু করার আগে কিছু অফিসিয়াল স্ক্রিন শট দেখে নেয়া যাক ।

Screen shot

গেমটির গেমপ্লে কিছুটা এমন যে, প্রথমত আপনাকে একটি এরিয়া দেয়া হবে। এরিয়ার মাঝেই আপনাকে আপনার দূর্গ, সেনা, প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদি নির্মান করতে হবে। বিষয়টা এরকম যে, আপনাকে যে এলাকাটুকু দেয়া হয়েছে সেটির রাজা আপনি যদিও আপনি গেমটিতে “Chief” এর ভূমিকায় খেলবেন। গেমটিতে প্রথম স্তরে আপনি যা কিনবেন আস্তে আস্তে আপনাকে সেগুলোর লেভেল আপগ্রেড করতে হবে, সেটা হতে পারে সৈনিক, দেয়াল, ঘর ইত্যাদি। এজন্য আপনাকে জমাতে হবে বা জিততে হবে স্বর্ন, এলিক্সেয়ার এবং ডার্ক এলিক্সেয়ার । আরেকটি সুবিধা আছে যা জমিয়ে আপনি যেকোন আপগ্রেডের প্রসেসকে ত্বরান্বিত করতে পারেন আর সেটি হচ্ছে ‘জেমস’।

এটি একটি অনলাইন গেম যাতে করে আপনি গ্লোবাল এবং লোকাল খেলোয়ার দের সাথে অথবা বিপক্ষে খেলতে পারেন । এই খেলাটিতে আপনার যেমন একটি এরিয়া আছে, তেমনি প্রতিটি প্লেয়ারের আলাদা আলাদা এরিয়া আছে। খেলাটিতে আপনাকে আপনার এরিয়া রক্ষা করার পাশাপাশি অন্য প্লেয়ারদের উপর আক্রমন করতে হবে । এবং এতে করে আপনি ‘পয়েন্ট’ পাবেন যে পয়েন্টের উপর ভিত্তি করে আপনি “জেমস” ফ্রিতে পেতে পারেন এবং এই পয়েন্টের উপর ভিত্তি করেই আপনার গ্লোবাল এবং লোকাল র‍্যাঙ্কিং করা হবে । তবে, আপনি কাউকে আক্রমন করে জিতলে যেমন পয়েন্ট পাচ্ছেন তেমনি যদি হেরে যান তবে আপনার পয়েন্ট মাইনাস হবে । আবার ধরুন, আপনার এরিয়া কেউ আক্রমন করলে সে যদি আপনার প্রতিরোধ ব্যবস্থার বিপক্ষে জয় লাভ করে তবে যেমন আপনার পয়েন্ট কাটা যাবে তেমনি সে যদি হেরে যায় তবে আপনার পয়েন্ট যোগ হবে । এখানে একটি বিষয়, আপনি অনলাইনে (গেম খেলা অবস্থায়) থাকা কালে আপনাকে কেউ আক্রমন করতে পারবে না । সে হিসেবে যদি আপনি সারাদিন আনলাইনে থাকেন তবে আপনাকে কেউ আক্রমন করতে পারবে না । আর, আপনি অফলাইনে থাকাকালীন অবস্থায় কেউ যদি আপনাকে আক্রমন করে তবে আপনার এরিয়া কত পার্সেন্ট ড্যামেজ করেছে তাঁর উপর ভিত্তি করে আপনাকে “শিল্ড” দেয়া হবে । অর্থাৎ, যদি আপনাকে ৮ ঘন্টার শিল্ড দেয়া হয় তবে আপনি অফলাইনে থাকলেও আপনাকে সেই ৮ ঘন্টার জন্য কেউ আক্রমন করতে পারবে না । কিন্তু, সেই ৮ ঘন্টার মধ্যে আপনি কাউকে আক্রমন করতে চাইলে আপনি আক্রমন করতে পারেন কিন্তু তখন শিল্ড নষ্ট হয়ে যাবে । আমি প্রথম দিকে বলেছিলাম যে আপনি প্রতিরোধ গড়ে তুলবেন, সেনা গড়ে তুলবেন । এখানে বলে রাখা ভালো যে, আপনি যে সেনা গড়বেন সেই সেনাগুলো কিন্তু আপনার এরিয়া কেউ আক্রমন করলে ডিফেন্ড করতে যাবেনা । এর জন্য আপনাকে “ক্লান” দূর্গ তৈরী করতে হবে এবং যেকোন একটি “নতুন ক্লান” খুলতে অথবা পুরোনো কোন ক্লানে যোগ দিতে হবে । আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে করে একটি “ক্লান” তৈরী করতে পারেন । ক্লান তৈরীর সুবিধা হচ্ছে, আপনি যদি ‘ক্লান’ নামক দূর্গটি তৈরী করেন তবে আপনি যে ক্লানের সাথে যুক্ত থাকবেন সেখানকার যেকোন মেম্বারএর কাছ থেকে আপনার ক্লানের লেভেল অনুযায়ী নির্দিষ্ট পরিমান সেনা নিয়ে আপনার ক্লান দূর্গে রাখতে পারবেন । এবং, কেউ আক্রমন করলে সেই ক্লান দূর্গে থাকা সেনারাই প্রতিপক্ষের আক্রমন ডিফেন্ড করার চেষ্টা করবে ।

অনেক রকম সৈনিক থাকবে আপনার যেগুলোর ক্ষমতা হবে বিভিন্ন রকম । এবং আপনাকে আপনার লেভেল বৃদ্ধি করতে করতে সেগুলোকে আনলক করে কিনতে হবে । শুধু তাই নয়, সেগুলোকে আপগ্রেড করতে হবে আস্তে আস্তে । উপরের ছবিতে দেখুন । এক একটি সৈনিকের নিচে বিভিন্ন মূল্য দেয়া আছে । অর্থাৎ, আমাকে প্রথম সৈনিকটি কেনার জন্য ৬০ এলিক্সেয়ার খরচ করতে হবে । প্রতিটি সৈনিকের আবার কাজও কিন্তু ভিন্ন ! যেমন, প্রথম সৈনিকটি তার ইচ্ছে মত যা সামনে পাবে তাই ভাঙ্গতে থাকবে । দ্বিতীয় সৈনিক তীরন্দাজ । নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এরা সামনে যা পাবে তাই ভাংগবে । তৃতীয় সৈনিক কিন্তু প্রথমেই কিছু ভাঙ্গবেনা ! এরা প্রথমে দেখবে যে আপনি যাকে আক্রমন করছেন তার সোণার ভান্ডার, এলিক্সেয়ার আর ডার্ক এলিক্সেয়ার এর ভান্ডার আছে কিনা ! থাকলে, তারা প্রথমে সেগুলো লুট করবে এবং পরে ভাংচুর করবে । তেমনি করে চার নম্বর সৈনিক প্রথমে প্রতিরক্ষ ব্যবস্থা প্রথমে গুড়িয়ে দেবে । এরকম অদ্ভুত অদ্ভুত সৈনিকদের নিয়েই আপনাকে জয় করতে হবে দেশি-বিদেশি প্লেয়ারদের সাথে যুদ্ধ ।

আমি বলেছিলাম যে অনলাইন ভিত্তিক এই গেমটিতে আপনাকে যুদ্ধ জয় অথবা অপর পক্ষের আক্রমন ডিফেন্ড করে পয়েন্ট বা ট্রফি জয় করতে হবে যা দিয়ে আপনার র‍্যাঙ্কিং হবে । দেখুন, উপরের ছবিটিতে টপ প্লেয়ারদের দেখা যাচ্ছে । 'Dreamzrm' ভাইয়ের লেভেল ১৩৩ এবং সারা বিশ্বের মধ্যে তিনিই প্রথমে আছেন ৪৪৯৯ পয়েন্ট জয় করে ! আপনাকে হয়ত বলতে ভুলে গেছি, গেমটি খেলতে প্রচুর সময় লাগে । তবে একটা সুবিধা যে একবারে খেলে শেষ করে দেয়ার মত গেমটি নয় । কেননা, ধরুন আপনি একটি 'মর্টার' কিনলেন প্রতিরোধ ব্যবস্থা ভালো করার জন্য । কিন্তু যখন আপনি কিনলেন তখন সেটা তৈরী হতে সময় নেবে ১২ ঘন্টার মত । তৈরী হয়ে গেলে সেই মর্টারটির লেভেল হচ্ছে ১ ! কিন্তু, সময়ের সাথে সাথে যেহেতু আপনার শত্রুপক্ষ অনেক বেশি শক্তিশালী হয়ে আপনাকে আক্রমন করবে তাই আপনাকে মর্টারের লেভেলও বৃদ্ধি করতে হবে । তখন আপনি যখন স্বর্ন খরচ করে সেই মর্টারটি আপগ্রেড করতে যাবেন তখন কিন্তু আর ১২ ঘন্টায় হবেনা ! তখন সময় লাগবে ১ দিন । বুঝুন তাহলে । গ্লোবাল র‍্যাঙ্কিং-এ থাকা 'Dreamzrm' ভাইয়ের সম্ভবত ৪ টি মর্টার রয়েছে ! আর সবগুলোই ১০ থেকে ১১ লেভেলের । তাহলে কত সময় ধরে তিনি এই গেমটি খেলছেন ? নিচে এই খেলোয়ারের এরিয়ার একটি ছবি দিলাম, দেখুনঃ

দেখুন । তার এখানে যা কিছুই আছে মোটামুটি সর্বোচ্চ লেভেলের আছে । আর তিনি যদি দ্রুত খেলার জন্য কোন ডলার খরচ না করে থাকেন অর্থাৎ তিনি যদি স্বাভাবিক প্রক্রিয়ার এই গেমটি খেলে থাকেন তবে এই এরিয়া নির্মান করতে তার কমপক্ষে ১ বছরের মত সময় লেগেছে । এবার চলুন আমাদের লোকাল প্লেয়ারদের তালিকায় যাই ।

আমাদে লোকাল প্লেয়ারদের মাঝে Arif ভাই ১২৮ লেভেলে আছেন ৩৭৬৯ পয়েন্ট/ট্রফি জয় করে । তার এরিয়াটাও দেখুনঃ

কিছুটা হলেও হয়তো আন্দাজ করতে পারছেন, কতটা সময় নিয়ে খেলতে হয় এই 'Clash of Clan' গেমটি । আমি প্রায় ৩ মাস ধরে খেলছি । নয়মিত খেলছি, তবে প্রসেস খুব ধীর গতির হওয়ায় আমার এরিয়া এদের ধারের কাছেও নেই । আমার এরিয়াটিও দেখুন, কোন দিন যদি আপনিই আবার আমাকে আক্রমন করে বসেন

সংংগৃহীত tech.priyo

প্রিয় টিউনার,ভিজিটর ও টেকটিউনসের সবাইকে সালাম।এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোনে এবং bluestackes এর মাধ্যমে এটা নেশার মত খেলে থাকি। কারন বর্তমানে যেসব আধুনিক মোবাইল strategy গেম আছে CLASH OF CLANS তাদের মধ্যে সব চাইতে এক্সছাইটিং।এই গেম সম্পর্কে বলার কিছু নেই,কম বেশি সবাই জানে কিভাবে গেমটি খেলতে হই। আমার এই টিউনে আমি দেখাব কিভাবে সর্বচছ দক্ষতারসাথে ফারমিং(Loot)করা যাই। অনেকে আবার ভাবছেন ফারমিং আবার কি? আসলে যারা CLASH OF CLANS খেলেন তারা ভাল মতন এই বাক্যটির সাথে পরিচিত। যাইহক,আর কথা বাড়াবো না,চলুন মূল টিউন এ যাওয়া যাক।

 

আমরা জানি যে CLASH OF CLANS গেম এ আর্মি, ডিফেন্স,স্পেল, আরও অনেক কিছু আপগ্রেড করার জন্নে অন্যর ভিলেজে গিয়ে ফারমিং(Loot)করতে হই। কিন্তু সবাই জানে না যে, কত ট্রফিতে ভাল লুট পাওয়া যাই। আগে যত ট্রফি
বাড়ানো হত ততো বেশি হার্ড অপনেনটস পড়ত। ভালমত ফারমিং করা যেত না। কিন্তু বর্তমানে গেম আপগ্রেড হওয়ার কারনে ফারমিং করার যে মাধ্যম ছিলও তা পুরোই পরিবর্তন হয়ে গিয়েছে।

সেটা কি রকম? ঠিকাছে খোলাসা করছি। ধরুন,আপনি টাউনহল ৮ এ আছেন, আগে ফারমিং করার সময় অন্য ভিলেজ সার্চ করতে গেলে টাউনহল ৭,টাউনহল৮, টাউনহল ৯, এবং টাউনহল ১০, এই সব গুলোই আসতো। কিন্তু এখন আর তা আসবে
না। কারন আপনি টাউনহল ৮ হয়ে টাউনহল ১০ থেকে ভালমত ফারমিং করতে পারবেন না। সেই জন্যই সুপারছেল(Supercell)এই সমস্যা দুর করার জন্য ফারমিং করার সিস্টেম একটু পরিবর্তন করে দিয়েছে।

এখন ফারমিং করতে গেলে আপনি যদি টাউনহল ৮ হন তাহলে টাউনহল ৮ ই আসবে, মাঝে মধ্যে টাউনহল ৯ আশবে,কিন্তু বেশির ভাগ সময় টাউনহল ৮ ই আসবে। তাই ফারমিং করতে এখন আর আগের মত সমস্যা হই নাহ,
কিন্তু প্রবলেম হচ্ছে কত ট্রফিতে আপনি ফারমিং করবেন?

এখন আমি আপনাদের বলবো কত ট্রফিতে ভাল লুট পাবেন। আপনি টাউনহল ৭,৮,৯,১০ হন নাহ কেন কোন প্রবলেম নেই। সরাসরি নেমে আসুন সিলভার ট্রফিতে। কোন হেজিট্যাট করবেন নাহ। সিলভার ট্রফির সিলভার III,সিলভার II,
সিলভার I এর মধ্যে খুঁজতে থাকুন আপনার সুইটস্পট,মানে কত থেকে কত ট্রফির মধ্যে আপনি ভাল লুট পাচ্ছেন। যেমন আমি টাউনহল ১০, সিলভার I এ ভাল লুট পাই।আপনিও ট্রাই করে দেখতে পারেন।  

 

এবার কিছু টিপস এন্ড ট্রিক্স দেয়ার পালা।

 

এখন আমি আপনাদের কিছু টিপস এন্ড ট্রিক্স দিবো যেগুলোর মাধ্যমে আপনি CLASH OF CLANS আরও দক্ষতার সাথে,আরও মজা করে খেলতে পারবেন 8-)।

  • সবসময় CLASH OF CLANS খেলার সময় গুগোল দিয়ে সাইনইন করে নিবেন,তাই কোন কারনে গেম আনইন্সটল হয়ে গেলে আপনি পুনরাই সেই ভিলেজ ফিরে পাবেন।
  • ফারমিং করার সময় Barbarians,Archers,Giants,wallbreakers এই সব ট্রপ দিয়ে করবেন, কারন এই ট্রপ গুলর exilir খরজ কম,এবং ট্রেইনিং টাইম ও অনেক কম।
  • টাউনহল ফুল মাক্স না করে পরের টাউনহলএ যাবেন না।
  • আপনি আপনার দক্ষতা সম্পর্কে জানুন, যেমন কোন ট্রপ দিয়ে আপনি ওয়ার এবং ফারমিং করতে ভাল পারেন। অন্যকে ফলো করতে যাবেন না, কারন সবার দক্ষতা আলাদা।
  • ভিলেজে সব সময় ভাল Layout(Design) করুন। এতে করে আপনার কষ্টের Exlir,Gold,Dark Exilir অন্য প্লেয়ার থেকে রক্ষে পাবে।
  • গেমে কোন হ্যাকটুল ব্যবহার না করাই ভাল। এতে করে গেমের আসল আনন্দ চলে যাবে।
  • ওয়ার এবং ফারমিং করার সময় সবার আগে ক্যাসেল ট্রপ বের করে নিবেন।
  • আগে সব ডিফেনন্স এবং ট্রপ ম্যাক্স আপডেট করে নিবেন,নেক্সট টাউনহলে যাওয়ার আগে।
  • ওয়াল সব সময় ম্যাক্স করার চেষ্টা করুন।

সংগৃহীত techtunes

Talk Doctor Online in Bissoy App