অনেকের ফেসবুক আইডি বা তার নাম দিয়ে সার্চ দিলে তার সমস্ত তথ্য ছবি চলে আসে তাই আমিও চাই গুগলে সার্চ দিলে যেন আমার ছবি আসে এখন এটা কিভাবে করবো*
Share with your friends
Unknown

Call

Google সার্চে আপনার ছবি আসারক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় কাজ করে, ১. আপনি ছবিটি যে সাইটে আপলোড করছেন সেটির জনপ্রিয় হওয়া উচিত, জনপ্রিয় সাইটগুলোর রেজাল্ট অগ্রাধিকার পেয়ে থাকে। তবে ফেসবুক এ আপলোড করা ছবি গুগল রেজাল্টে খুব কমই দেখা যায়। ২. আপনার ছবিটির ক্যাপশন বা অল্টারনেট হিসেবে আপনার নাম উল্লেখ থাকতে হব, ৩. আপনার নাম টি কমন হলে সার্চ রেজাল্টে নিজের ফটো দেখতে হলে ইন্টারনেটে প্রচুর খ্যাতি অর্জন করতে হবে, অথবা কোনো একটি ভালো সাইটে আপ-টু-ডেট থাকতে হবে। ৪. আপনার নামে কিছুটা স্বকীয়তা থাকলে সে নামে একটা ব্লগ সাইট খুলে নিয়ে তাতে ছবি আপলোড করতে পারেন। SEO ছাড়াই ব্লগ সাইটের ফটো গুগল সার্চে দেখায়। আসলে সার্চ রেজাল্টে কারো ছবি দেখালেই তিনি আহামরি ইছু হয়ে যাননা। তাই এ নিয়ে অত মাথা ঘামানো বৃথা।

Talk Doctor Online in Bissoy App
Md Ashif

Call

ইন্টারনেট জগতের সব ছবিই গুগলে সার্চ করলে আসবে। তাই আপনার নাম+Facebook লিখে সার্চ করলে ফেসবুকে দেয়া আপনার ছবি আসতেই পারে। এটা তেমন বড় কিছু না

Talk Doctor Online in Bissoy App