Unknown

Call

একটি শিশুর লিঙ্গ নির্ধারনের জন্য দুটি ক্রোমোজোমের প্রয়োজন।  যা আসে মাতা-পিতার ক্রোমোজোম থেকে। মাতার থেকে সর্বদা X ক্রোমোজোম আসে এবং পিতার থেকে X অথবা Y ক্রোমোজোম আসে।  যদি পিতার থেকে X ক্রোমোজোম আসে তাহলে ঐ শিশুটি হবে মেয়ে (XX) আর যদি  Y ক্রোমোজোম আসে তাহলে ঐ শিশুটি হবে ছেলে(XY)। সুতরাং মানুষের লিঙ্গ নির্ধারনের জন্য পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ