আমি ২০১৬ সালে দাখিল পরিক্ষা দিয়েছি science group থেকে সাথে উচ্চতর গনিত ও আছে। আমি পলিটেকনিকেলে ভর্তি হতে চাই কিন্তু কোন বিষয় নিয়ে পরব তা বুঝতেছিনা। তবে ইলেকট্রনিকস নিয়ে আমার আগ্রহ আছে। আর সরকারী তে না প্রাইভেট কলেজে ভাল হবে? আর একটা কথা ভর্তির আবেদন কিভাবে করব।
Share with your friends

আপনি ইলেকট্রনিকস নিয়ে পড়তে পারেন।আর বেসরকারি কলেজ এ কোর্স শেষ করতে অনেক টাকা লাগে।তাই আপনি সরকারি কলেজ এ ভর্তি হন।আর ভর্তির জন্য কলেজ থেকে ফর্ম ছাড়লে আপনি ফর্ম পূরন করে আবেদন করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

সরকারি পলিটেকনিক সবেচেয়ে বেশি ভালো হবে। এখানে ভালো শিক্ষক ও উন্নত শিক্ষাব্যবস্থার পাশাপাশি শিক্ষা খরচ ও কম। আর ভালো ডিপার্টমেন্ট এর মধ্যে আছে সিভিল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার। আমি বাস্তবতা থেকে বলছি, আমি নিজেই পলিটেকনিক এ পড়ি।

Talk Doctor Online in Bissoy App