আমি আমার walton primo d6 মোবাইল টা রুট করেছিলাম,এখন এটি আনরুট করতে চাই।
Share with your friends

প্রথমে দেখুন আপনি কোন সফটওয়্যার দিয়ে রুট করেছেন। আপনি যদি kingroot, kingoroot ইত্যাদি দিয়ে রুট করে থাকেন তাহলে setting থেকে unroot অপশন দেখতে পাবেন এবং ক্লিক করার সাথে সাথে ফোন আনরুট হয়ে যাবে। অন্য সফটওয়্যার ব্যাবহার করলেও setting থেকে কাজ টি করতে পারেন। এক্ষেত্রে কি ফোন সেটা কোন সমস্যা না। কিন্তু আপনার ফোন এ যদি চাইনিজ লেখা suparsu এপ থাকে অথবা যদি অন্য কোন সফটওয়্যার যাতে আন রুট অপশন নেই তাহলে আপনি এই http://m.apkhere.com/app/com.universal.unroot সফটওয়্যার ব্যাবহার করে ফোন আনরুট করতে পারবেন

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি Framaroot দিয়ে আনরুট করতে পারবেন। এপের ভিতর যান। select an action to execute after root লেখা দেখতে পাবেন,এই লেখার নিচে একটা বক্স আছে,সেখানে যান। এখন দেখুন আনরুট লেখা দেখা যাচ্ছে। unroot এ চাপ দেওয়ার পর Barahir এ চাপ দিন। তারপর ফোনটি reboot দিন। কাজ শেষ।

Talk Doctor Online in Bissoy App
Call

হার্ড রিসেট দিন। আনরুট হয়ে যাবে। হার্ড রিসেট দেওয়ার নিয়ম জানতে ইউটিউবে গিয়ে আপনার মোবাইলের নাম ও মডেল লিখে সার্চ দিন।

Talk Doctor Online in Bissoy App