আমাদের এইদিকে অনেক বড় বড় পুকুর আছে।কিন্তু মাছ মারতে পারিনা। বিভিন্ন জায়গা থেকে লোক এসে মাছ মেরে চলে যায়।বিশেষ করে টেংনা মাছ বেশি ওঠে। এখন ওরা যে মাছের খাদ্য নিয়ে আসে।তাদের মাছ তারাতারি ধরে। এখন প্রশ্ন বরশিতে যে মাছের খাদ্য বা টোপ দেওয়া হয় সেগুলো কি দিয়ে বানায়? শুনেছি এগুলো নাকি ( পচা মাছ,ভাত ইত্যাদি দিয়ে বানায় !!
শেয়ার করুন বন্ধুর সাথে
RanaRana

Call

ছোট সাইজের যে চিংড়ি রয়েছে(হালকা পচাঁ ঘ্রান থাকলে) এগুলো দিয়ে টোপ দিলে মিস হবে না.... তাছাড়া পিপড়ার ডিমও টোপ হিসাবে ব্যবহার করতে পারেন....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কেঁচো দিয়ে বরসি গাতলে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ