ARZU

Call

কোরআনের হাফেজ আল্লাহর সন্তুষ্টির জন্য অবশ্যই শুধু নাম করার উদ্দেশ্যে নয়। আল্লাহতায়ালার উপর ভরসা করুন। আল্লাহতায়ালা চাইলেই হাফেজ হবেন। আমরা চাইলেই তো আর সব কিছু হয় না। তবে ইচ্ছা পোষন করেছেন একারণে আল্লাহতায়ালার সহযোগিতা চেয়ে আপনার এলাকায় কওমী মাদ্রাসা থাকলে সেখানে দিতে পারেন। হাফেজে কোরআন কওমী মাদ্রাসা অনেক উপর পর্যন্ত যেতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি আপনার ছেলেকে হাফেজে কোরআন বানাইতে চাইছেন ভাল কথা,তাতে আপনার মকসুদ আখিরাতী হাওয়া চায়,কারন হাদীস শরীফে আছে কয়েক কারণে দুনিয়া ধ্বংশ হবে তার মধ্যে একটা এটা যে মানুষ দুনিয়া কামানোর জন্য ইলম শিখবে৷ তাই আপনাকে বলতেছি আপনি শুধু আল্লাহকে রাজ-খুশি করার জন্য আপনার ছেলেকে হাফেজ বানানোর চেষ্টা করুন,আপনি আল্লাহকে খুশি করবেন নিশ্চয় আল্লাহ আপনাকে খুশি করাবেন, আর আপনার ছেলেকে সর্বদা গোনাহ্ থেকে দুরে রাখবেন, এতে আপনার ছেলের (قوة حافظه) অর্থাৎ মুখস্থ করার শক্তি ভাল থাকবে,এবং আল্লাহর কাছে ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পরে দূয়া করবেন,নিশ্চয় আল্লাহ তায়ালা আপনার ছেলেকে বিশ্ব বিখ্যাত হাফেজে কোরআন বনিয়ে দিবেন৷ ইনশাআল্লাহ্.....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ