কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। আমি বুঝতে পারলামনা হঠাৎ করে আমার ৬ পয়েন্ট কেন কাটা হলো। পয়েন্ট কাটার বিষয়ে আমি কোন তথ্য পাইনি বা আমাকে কোন প্রকার কারন অবহিত করা হয়নি। তাছাড়া আমার এটা জানা নেই যে, কোন কারনে পয়েন্ট কাটা হলে Bissoy কর্তৃপক্ষ কোন প্রকার কারণ দর্শান কিনা? নাকি কোন ভুলের জন্য কারন দর্শানো ব্যাতিরেখেই পয়েন্ট কাটেন। আশা করি প্রকৃত উত্তর পাবো! আমি এখানে New তাই জানার জন্য আপনাদের কষ্ট দিলাম। সকলকে ধন্যবাদ।
Share with your friends

হ্যা। আপনার পয়েন্ট কাটা হয়েছে। তবে ৬ পয়েন্ট নয়, ৩ পয়েন্ট। আপনার দেয়া একটি উত্তর মুছে ফেলা হয়েছে। তাই আপনার মোট পয়েন্ট থেকে ৩ পয়েন্ট কমে গেছে। আপনার কোন উত্তরটি মুছে ফেলা হয়েছে তা জানতে " আমার পরিবর্ধনসমূহ" তে ক্লিক করুন।

Talk Doctor Online in Bissoy App