whaff rewards এর মাধ্যমে অ্যামাজন গিফট কার্ড পাব কী করে
Share with your friends
Call

WHAFF: প্রতিদিন ব্যবহার করুন নতুন অ্যাপ এবং জিতুন ক্রেডিট! BY TAMAL SEN · OCT 18, 2015 প্রিয় গেইমে জেমস কিনতে টাকা লাগবে কিন্তু নাই? গুগল প্লে গিফট কার্ড লাগবে কিন্তু পকেট খালি? একটা অ্যাপ খুব প্রয়োজন কিন্তু ক্রাক পাচ্ছেন না, কিনতেই হবে :'( তখন লাগবে আপনার WHAFF Rewards অ্যাপ! ইহা কি? WHAFF হল অ্যাড ও অ্যাপ প্রমোশন বেইসড অ্যাপ। প্রতিদিন এই অ্যাপ ইউজ করবেন আর আপনার একাউন্টে ক্রেডিট জমা হবে। যা দিয়ে কিনতে পারবেন গুগল প্লে, অ্যামাজন গিফট কার্ড, ক্রেডিট কার্ড থাকলে তা PayPal এর মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন। কাজ করে কি করে না সেটা বিবেচনা করার জন্য গুগল প্লে তে রেটিং এবং কমেন্ট পড়ে আসেন। কেমনে কি? 1. WHAFF ডাউনলোড করবেন আর ইন্সটল করবেন, ইন্সটলের বোনাস পাবেন। 2. অ্যাপগুলো ডিভাইসে রাখলে বোনাস ক্রেডিট পাবেন। 3. কিছু গেইমস খেললে বাড়তি বোনাস! যেভাবে করবেনঃ প্রথমে Google Play থেকে WHAFF Rewards অ্যাপ টা নামিয়ে নিন। এবার অ্যাপটি ইন্সটল করুন এবং অন করুন। প্রথমে আপনাকে ফেসবুকে লগিন করতে হবে। ছবির মত করে লগিন করুন। লগিন হলে আপনাকে Invitation Code দিতে বলবে। এবার খেয়াল করুন। ইনভাইটেশন কোডে লিখুন “CE71666“ যদি ইনভাইটেশন কোড ব্যবহার না করেন তাহলে .30$ পাবেন না। আশা করি কেউ মিস করতে চান না। এবার ট্যাকাটুকা কামানোর পালা। দেখবেন ইনভাইটেশন কোড দেয়ার পর আপনার একাউন্টে .30$ জমা হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। Premium Picks, WHAFF Picks, Attendance ইত্যাদি। Premium Picks সবকিছুর ডিটেইলস লেখা থাকবে, ইন্সটল করলে কত পাবেন, খেললে কত পাবেন, প্রতিদিন ইউজ করলে কত পাবেন। WHAFF Picks ডাউনলোড করবেন, ইন্সটল করবেন আর খেলবেন! যা লেখা থাকবে তা আপনার একাউন্টে জমা হবে। Refer এছাড়া আপনার বন্ধুদের রেফার করতে পারেন। প্রতি রেফারে আপনি এবং আপনার বন্ধু উভয়েই পাবেন .30$ করে! Payment হাবিজাবি সব তো করলেন, এখন পেমেন্ট পাবেন কেমনে? মেনু থেকে Payout এ গেলে গেলে পাশের ছবির মত দেখতে পাবেন। আপনার ক্রেডিট 11$ এর বেশি হলে তখন বিভিন্ন উপায়ে টাকা উইথড্র করতে পারবেন। যেমনঃ গুগল প্লে, ফেইসবুক গিফটকার্ড সহ অনেককিছুই কিনতে পারবেন। এছাড়া চাইলে PayPal দিয়ে আপনার ব্যাঙ্ক একাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App