গতকাল বাংলাদেশ হারার বেশ কয়েকটি কারন রয়েছেঃ বাংলাদেশের বোলিং- খেলার শুরুটা কিন্তু বাংলাদেশের পক্ষেই ছিল। আল আমিন, তাসকিন, মুস্তাফিজ প্রথম দিকে খুব ভালই বল করেছে। যার প্রমান, ভারতের দলীয় রান যখন ৪২ তখন তাদের টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ধাওয়ান, কোহলী ও রায়না সাজঘরে ফেরে। বাংলাদেশের ফিল্ডিং- ফিল্ডিং ও বাংলাদেশের একটু নড়বড়ে ছিল। বিশেষ করে সাকিবকর্তৃক রহিতের ক্যাচটা মিস করা। তখন মাত্র রহিতের রান ছিল ২১। আর তারপর সাকিবের ক্যাচ মিসের পর রহিতের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৮৩ রানের একটি ঝড়ো ইনিংস । যা বাংলাদেশকে হারের বৃত্তে অনেকটাই নিয়ে যাচ্ছিলো। বাংলাদেশের ব্যাটিং- গতকাল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ও কিন্তু দূর্বল ছিল। মিঠুন-সৌম্যদের এত ক্ষুদ্র রানে বিদায় বাংলাদেশকে হারের বৃত্তে নিয়ে যাচ্ছিল। তারপর সাব্বির কিছুটা জয়ের পথ দেখালেও, সাকিব কিন্তু কিছুই করতে পারেনি। অনাকাঙ্খিত রান আউট হয় সাকিব। তারপর সাব্বির ও.... সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংও ইতিবাচক ছিলোনা। বাংলাদেশকে আরো আত্নবিশ্বাসি ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে। তবে টি টুয়েন্টি র্যাংকিং এ শেষ দল হিসেবে বাংলাদেশ ভালই খেলেছে বলে আমি মনে করি।

Talk Doctor Online in Bissoy App