Samsung Galaxy S4 mini model- GT-19192 এর থ্রিজি অপশন চালু করলে মোবাইলের নেটওয়ার্ক সম্পূর্ন চলে যায় কিন্তু টুজি নেটওয়ার্ক অপশন চালু করলে মোবাইলের নেটওয়ার্ক আসে এ জন্য মোবাইল কয়েকবার রিসেট করেছি কাজ হয়না,এখন কি করতে পারি
Share with your friends

সম্ভবত আপনি যে এরিয়ায় আছেন, সেটি ঐ অপারেটরের থ্রীজি কাভারেজ এলাকার অর্ন্তভূক্ত না। আপনি অন্য অপারেটরের সিম লাগিয়ে দেখুন। তাদের কাস্টমার কেয়ারে কল দিয়ে জিজ্ঞেস করুন, আপনি যেখানে আছেন সেটি তাদের থ্রীজি নেটওয়ার্কের অর্ন্তভূক্ত কিনা। আবার আপনি বর্তমানে যে মেগাবাইট প্যাকেজ ব্যাবহার করছেন, সেটি টুজি নাকি থ্রীজি সেটাও দেখবেন।

Talk Doctor Online in Bissoy App