website থেকে লেখা copy করে paste করি microsoft word এ তারপর এই document PDF করি৷ document টি PDF করার পর লেখা ভাঙ্গা ভাঙ্গা আসে? সমাধান চাই...
Share with your friends

Call

এই সমস্যা হওয়ার কারন, আপনি ওয়েবসাইট থেকে সরাসরি কপি করে Microsoft Word এ পেষ্ট করছেন এবং ওই ওয়েবসাইটের টেক্টস ফরমেটটিও Microsoft Word এ পেষ্ট হচ্ছে। কিন্তু যখন PDF করছেন তখন আর ফরমেটটি থাকছে না, কেবল টেক্টসগুলি থেকে যাচ্ছে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে নিচের ধাপগুলি অনুসরন করুন:
১. প্রথমে ওয়েবসাইটের টেক্টসগুলি কপি করুন।
২. Microsoft Word ওপেন করুন।
৩. Home মেনুতে ক্লিক করে Paste এর নিচের এ্যারোতে ক্লিক করুন এবং Paste Special... এ ক্লি করুন।  [Paste Special ডায়ালগ ওপেন হবে]
    

৪. এখান থেকে Unformatted Text টি সিলেক্ট করুন। 
    

৫. OK বাটনে ক্লিক করুন।  [তাহলে ওয়েবসাইটের টেক্টসগুলি Microsoft Word এ পেষ্ট হবে]
৬. এবার PDF করুন।

তাহলে আর টেক্টস ফেটে যাবে না।

Talk Doctor Online in Bissoy App