Call

আপনি আপনার ওয়েবসাইটে গুগল ওয়েবসাইট ট্রানশ্লেটর ব্যাবহার করতে পারেন:

এর জন্য যা যা করতে হবে:
১. প্রথমে আপনার গুগল একাউন্টে প্রবেশ করুন। [যদি গুগলে একাউন্ট না থাকে তবে আগে একটি একাউন্ট করে নিন]
২. এবার নিচের লিংকে প্রবেশ করুন:
     https://translate.google.com/manager/website
৩. Add to your website now বাটনে ক্লিক করুন।
৪. What is the URL of your website? এর নিচের বক্সে আপনার ওয়েবসাইটের ঠিকানা দিন।

৫. Next বাটনে ক্লিক করুন।
৬. যে যে ভাষা ওয়েবসাইটে দিকে চান, তা সিলেক্ট করুন অথবা All language সিলেক্ট করে দিন। [চিত্রে ১ নাম্বার]
৭. Display mode সিলেক্ট করুন। [চিত্রে ২ নাম্বার]
৮. Advanced মুড থেকে আপনার প্রোয়জনীয় সেটিংস সিলেক্ট করুন। [চিত্রে ৩ নাম্বার]
৯. Get Code বাটনে ক্লিক করুন।

১০. চিত্রের চাল চিহ্নিত স্থানের কোড আপনার ওয়েবসাইটে বসিয়ে দিন।


তাহলে আপনার ওয়েবসাইটে ভাষা পরিবর্তনের একটি অপশন দেখতে পারবেন। এটাতে ক্লিক করে ব্যাবহারকারী তার প্রয়োজনীয় ভাষা সিলেক্ট করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ