বীজ গণিত ও পাটি গণিত কিভাবে করতে হয় এগুলোর সুত্র কয়েক টা আমাকে বলুন প্লিজ,
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

বীজগণিত: বীজগণিত (Algebra) গণিতের একটি শাখা যেখানে গাণিতিক সমীকরণে অজানা সংখ্যাকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করা হয়। বীজগণিতে পাটীগণিতের মৌলিক অপারেশনগুলি যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইত্যাদি কোন নির্দিষ্ট সংখ্যা ব্যবহার না করেই সম্পাদন করা যায়। প্রাত্যহিক জীবনের নানা গণনায় বীজগণিত কাজে আসে। কোন গাণিতিক সম্পর্ককে সাধারণ সূত্রের আকারে পাটীগণিতের সাহায্যে প্রকাশ করা সম্ভব নয়। পাটিগণিত এরকম কোন সম্পর্কের একটি নির্দিষ্ট উদাহরণ প্রকাশ করতে সক্ষম। কিন্তু বীজগণিতে প্রতীকের সাহায্যে কোন গাণিতিক সম্পর্ক একটি সাধারণ বিবৃতি আকারে প্রকাশ করা সম্ভব।

বীজগণিতের বিভন্ন সূত্র: http://saraswatieducare.blogspot.com/2015/02/algebra-math.html

পাটিগণিত: পাটিগণিত হচ্ছে গণিতের অন্যতম পুরাতন একটি শাখা। যেখানে বস্তুর গণনা সংক্রান্ত হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে সরাসরি করা হয়।

পাটিগণিতের বিভন্ন সূত্র:: http://www.bcstest.com/details.php?id=262&parent=6


তথ্যসূত্র: 
১. https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%80%E0%A6%9C%E0%A6%97%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%A4
২. https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%80%E0%A6%97%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%A4