ফোনের যে কোন app ফ্রিজ করে রাখা যায় শুনেছি। ফ্রিজ করে রাখলে ঠিক কি হয়? ফ্রিজ করার পর কি ডিসপ্লেতে সেই app টা আর দেখা যায় না? সেই app কি কোন কাজ করে না? নাকি কাজ করে? আনফ্রিজ করার পর কি সেই app ব্যবহার করতে হয়। প্লিজ সব বিস্তারিত বলবেন।
Share with your friends

Call

আমরা যখন একটি এন্ড্রোয়েড ফোন চালাই, তখন এর ব্যাকগ্রাউন্ডে অনেক এ্যাপ চলতে থাকে। কিছু কিছু এ্যাপ থাকে যা আমাদের ওই মুহূর্তে দরকার পড়ে না। কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলার ফলে মেমোরিও যেমন দখল করে রাখে, তেমনি অনেক সময় নেটও কাটতে থাকে। এরই সমাধান হচ্ছে কোন এ্যাপ ফ্রিজ করে রাখা। - কোন এ্যাপ ফ্রিজ করে রাখলে আর ব্যাকগ্রাউন্ডে চলে না। - ব্যাকগ্রাউন্ডে না চললেও ডিসপ্লেতে আইকন দেখা যায়। - ডিফরেস্ট (যাকে আপনি আনফ্রিজ বললেন) না করা পর্যন্ত এ্যাপটি কোন কাজ করে না। - এ্যাপটিকে পুনরায় কাজ করাতে হলে ডিফরেস্ট করাতে হয়।

Talk Doctor Online in Bissoy App