সিপিএ এর ফুল ডিটেলস চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

CPA মার্কেটিং কি ? উত্তরঃ CPA এর পূর্ণরূপ হলো – Cost Per Action. এটা এক ধরনের নতুন অ্যাডভার্টাইজিং পেমেন্ট মডেল যেখানে নির্দিষ্ট কিছু কাজের বিনিময়ে পে করা হয় । উদাহরনঃ নির্দিষ্ট কোন ওয়েবসাইটে সাইন আপ, ইমেইল সাবমিট, সার্ভে অথবা ডাউনলোড । কেন CPA মার্কেটিং শিখবোঃ উত্তরঃ কারন CPA মার্কেটিং করে তুলনামূলক কম সময়ে এবং ঝামেলাহীনভাবে বেশ ভালো অংকের টাকা আয় করা যায়। নতুন মার্কেটারদের জন্য PPS (Pay Per Sale) এর তুলনায় CPA থেকে আয় করা সহজ। CPA মার্কেটিং কোন চাকুরী নয়, স্বাধীন বিজনেস তাই প্রতিদিন আপনি আপনার সুবিধামতো সময়ে কাজ করতে পারবেন । বিভিন্ন মার্কেটপ্লেসে বিড করে করে কাজ করার চেয়ে নিজের কাজ নিজে করা ভালো । একটু চেষ্টা করলেই আপনি অন্য কাজের তুলনায় কম সময়ে CPA মার্কেটিং শিখে স্বাবলম্বী হতে পারবেন । CPA মার্কেটিং শিখতে যা যা দরকারঃ কমপক্ষে ৫১২ কেবিপিএস স্পিডের ইন্টারনেট সংযোগ । ইন্টারনেটে আয় করার প্রবল ইচ্ছা । ইংরেজী পড়ে বুঝতে পারেন, এবং মোটামুটি চালিয়ে নেবার মতো লিখতে পারেন । দৈনিক ৩-৪ ঘন্টা সময় কাজ করতে পারবেন । উপরের ৪ টি যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে CPA মার্কেটিং শেখার জন্য আপনি প্রস্তুত । সুত্রঃ cpamarketersbd.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ