5h40n

Call

আপনি Kingroot দিয়ে রুট করতে পারেন। [এটায় না হলে জানাবেন] রুট করলে ফোন স্লো হয় না।

Talk Doctor Online in Bissoy App
Naahid

Call

Root with Framaroot App

Framaroot দিয়ে ফোনে যেভাবে রুট করবেন



Framaroot দিয়ে আপনার Symphony Xplorer W65i রুট করতে হলে নিচের অ্যাপগুলোর প্রয়োজন:

১. Framaroot 1.9.2

২. ES File Explorer

৩. Root Checker Basic

যা যা করতে হবে:

১. প্রথমে Framaroot 1.9.2 ডাউনলোড করে নিন।

২. ES File Explorer ও Root Checker  ডাউনলোড করুন।

৩. এবার Settings এ গিয়ে Developer Settings অপশনের USB Debugging Mode চালু করুন।

৪. এইবার অ্যাপগুলো ইন্সটল করে ফেলুন।

৫. ES File Explorer ডিফোল্ট রেখে Framaroot লাঞ্চ করুন

৬. Framaroot এর ‘Install Super SU’ বাছাই করুন।

৭. Barahir বাছাই করুন।

৮. এখন আপনার ফোনের মেনুতে দেখুন Superuser নামে একটি অ্যাপএসেছে। এবার ফোন Reboot করুন।

Superuser অ্যাপ এসেছে মানে এই নয় যে আপনার ফোনটি পুরোপুরি রুট হয়েছে। তাই পুরোপুরি রুট হয়েছে কিনা তা জানতে আপনার ফোনকে Root Checker Basic দিয়ে পরীক্ষা করতে হবে। Root Checker Basic চালু করে Verify Root বাটনে প্রেস করুন। যদি আপনার ফোন পুরোপুরি রুট হয়ে থাকে তাহলে ‘Verify Root’ বাটনে প্রেস করার পর এমন কোন মেসেজ দেখাবে- “Congratulations, you have proper root access!”

[সতর্কতা: রুট করার পর CWM Recovery ইন্সটল করা আবশ্যক। নাহলে নিজের ভুলের কারনে ফোন BRICK হয়ে যেতে পারে। তাই রুট করার সাথে সাথেই CWM Recovery ইন্সটল করুন। রুট করার পর CWM Recovery ইন্সটল না করা অবস্থায় ফোনের ক্ষতি হলে এর জন্য কেউ দায়ী থাকবে না।]

Talk Doctor Online in Bissoy App