Buet এ চান্স পাওয়া কেন কঠিন
Share with your friends
sagorcc

Call

আসলে বুয়েট চান্স পাওয়া অনেক কষ্টের বিষয়। ফিজিক্স, কেমেস্ট্রি ম্যাথ ভালো ভাবে অনেকের যানা না থাকায় চান্স পাওয়া কঠিন।।।।

Talk Doctor Online in Bissoy App
Rudro

Call

বুয়েট এর কোয়ালিটি ও হাই। পড়তে গেলে মেধা লাগে। ছাত্ররাও ভালো। প্রশ্নের কোয়ালিটি ও কঠিন। অনেক পড়া লাগে। কঠিন কিন্তু অসম্ভব না।

Talk Doctor Online in Bissoy App
ShiponChy

Call

যেইটার যত মূল্য, অইটা অর্জন করতেও ততটা কষ্ট করতে হয়। বলতে গেলে, বুয়েট হল, বাংলাদেশের অন্যতম উচ্চ পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান। যেখান থেকে, বাংলাদেশ পাচ্ছে, অসংখ্য মেধাবী ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং এর জন্য, ম্যাথ অপরিহার্য একটি বিষয়। ফিজিক্স, কেমিস্ট্রি, হাইয়ার ম্যাথ.... যাই বলেন না কেন। প্রতিটি বিষয়ের গাণিতিক দিকটি খুবই গুরুত্তপূর্ণ। কিন্তু অনেক কম স্টুডেন্ট ই এইসকল বিষয়ে সমান পারদর্শী হয়। যার জন্য, স্টুডেন্ট কে অনেক পরিশ্রমী হতে হয়। মেধাবী হতে হয়। সাথে, প্রতিটা পরীক্ষায় প্রতিটা বিষয়ে ভাল মার্কস পেতে হয়। এর পরেও বুয়েটের জন্য প্রস্তুতি নিয়ে, পুরো বাংলাদেশের স্টুডেন্ট দের সাথে ভর্তি যুদ্ধ এ নামতে হয়। এত এত কঠিন পথ সবাই পাড়ি দিতে পারেনা বলেই BUET এ চান্স পাওয়া এত কঠিন।

Talk Doctor Online in Bissoy App