কোন private university CSE এর জন্য ভাল ল্যাবের মানে practical এর ভাল ব্যবস্থা রাখে।মানে কোন private versity CSE এর জন্য ভাল হবে।সঠিক তথ্য দিয়ে help করুন plz....
Share with your friends
Call

CSE এর জন্য সবচেয়ে ভাল ahsanullah university of science and technology. তবে যদি পড়তে পাড়েন তাহলে সব university ভালো | BRAC university খারাপ না মোটামুটি ভালো |

Talk Doctor Online in Bissoy App
Call
জনাব আদনান.
CSE পরার জন্য বাংলাদেশে ক-একটা Private University আছে, আমার জানা অনুজাই গুরুত্ব সহকারে যে সব University তে পরানো হয় তা হল 
1. The peoples University of Bangladesh
2. University of Information Technology and Science
3. University of Asia Pacific
4. Daffodil International University
5. University of Devlopment Alternative (UODA)
6. BRAC University.

ইত্যাদি ইত্যাদি,
সিদ্ধান্ত আপনার কোথায় পড়াশুনা করবেন আর পড়াশুনা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে ! আপনার মধ্যে প্রচেষ্টা থাকলে খুব সহজেই আপনি যেকোনো প্রতিষ্ঠান থেকে ভাল ফলাফল আশা করতে পারেন। প্রতিযোগিতার যুগে কেউ কারো থেকে পিছিয়ে নেই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই চেষ্টা করে ভাল কিছু উপহার দেবার জন্য।
আগে নিজেকে প্রস্তুত করুন দেখবেন আপনি যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভাল করতে পারবেন !
ধন্যবাদ :) 
Talk Doctor Online in Bissoy App
tasrubabu

Call

আমি যতটুকু জানি ব্রাক ইউনিভার্সিটি বাংলাদেশের মানসম্পন্ন গুটিকয়েক প্রাইভেট ইউনিভার্সিটির একটি । এখানকার পাঠদান পদ্ধতি আন্তর্জাতিক মানের, ল্যাব ফ্যাসিলিটিও ভালো । এখানকার সব ডিপার্টমেন্টই ভালো। সিএসই ডিপার্টমেন্ট এর জন্য ল্যাব বানানো তেমন ব্য্যবহুল নয়, তাই সব ভার্সিটিতেই সিএসই এর ল্যাব ভালো হয়ে থাকে । দেখার বিষয় হলো শিক্ষকের গুণগত মান । সেটা ব্র্যাকে ভালো বলেই জানি । (আমি রুয়েট থেকে মেকানিক্যাল নিয়ে পাশ করেছি) । ভালো থাকবেন ।

Talk Doctor Online in Bissoy App