শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অক্সিজেন আবর্তের তাৎপর্য হল : (i) পরিবেশে, সবাত শ্বসন তথা বেঁচে থাকার জন্য প্রতিমুহূর্তে অপরিহার্য, অক্সিজেনের পরিমাণের সমতা বজায় রাখা অক্সিজেন আবর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য ।(ii) জীবের সবাত শ্বসনের ফলে উদ্ভিদের খাদ্য প্রস্তুতের জন্য কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়। উদ্ভিদ-দেহে উৎপন্ন খাদ্যের সাহায্যে প্রত্যক্ষভাবে অথবা পরােক্ষভাবে প্রাণীরা পুষ্টিলাভ করে বলে জীবকুলের বেঁচে থাকার জন্য অবশ্য প্রয়ােজনীয় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড—পরিবেশে এই দুটি গ্যাসের সমতা বজায় থাকে অক্সিজেন আবর্তের মাধ্যমেই।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ