কেউ জানলে আমাকে সব রকম নিয়ম বলে দিন pla
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

১ম ধাপ: ওয়েবসাইটের ডোমেইন (Address) ও হোস্টিং কেনা। ২য় ধাপ: ওয়েবসাইট ডিজাইন করা। প্রথম ধাপ দুভাবে করা যায়, ফ্রি বা টাকা দিয়ে কিনে। ফ্রিতে Domain পেতে http://dot.tk সাইট সবচেয়ে বেশি বিশ্বস্ত আর হোস্টিং এর জন্য http://wapka.com শুধু Wapka তে রেজিঃ করলেও চলে, তবে তাদের TLD (yoursite.wapka.mobi) বড় হয়। [[কীভাবে ওয়াপকা ও Tk ব্যবহার করবেন এ সম্পর্কে আলাদা প্রশ্ন করতে পারেন]] টাকা দিয়ে কিনতে হয় এমন সাইটগুলোর .com, .net, .org, .com.bd এরকম TLD হয়। এগুলো পেতে আপনি http://godaddy.com বা গুগল সার্চ দিয়ে ডোমেইন হোস্টিং সাইটে রেজিস্টার করে নিন। তারপর পছন্দানুযায়ী মাসিক বা বাৎসরিক চার্জ দিয়ে ডিজাইনিং শুরু করুন। ডিজাইন কীভাবে করবেন তাতো আর আমি শিখাতে পারবোনা, সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট কোর্স করতে পারেন বা নিজে না করে কোনো ওয়েবমাস্টারের হাতে করিয়ে নিতে পারেন। এটাই হলো একটা ওয়েবসাইট তৈরির পদ্ধতি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ