শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পায়রার পেছনের পায়ের চারটি আঙুলের তিনটি সামনের দিকে ও একটি পিছনের দিকে বিন্যস্ত থাকায়, এরা সহজেই গাছের সরু ডাল আঁকড়ে ধরতে পারে। এ ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করে কয়েকটি কণ্ডরা। পেছনের পায়ে দেহ-সংলগ্ন খণ্ডগুলির পেশী থেকে উৎপন্ন কণ্ডরাগুলি একটি গুচ্ছের আকারে পায়ের নলি ও গােড়ালির সংযােগ-স্থলের কপিকলের মতাে অংশের উপর দিয়ে এবং আঙুলগুলি গােড়ায় অবস্থিত আংটির মতাে একটি সন্ধি বন্ধনীর মধ্য দিয়ে শেষপর্যন্ত প্রতিটি আঙুলের নিচের তলের সঙ্গে যুক্ত হয়। ফলে পায়রা যখন পেছনের পায়ে ভাজ করে গাছের ডালে বসে, তখন আঙুল গুলি নিজে থেকেই গাছের ডালের সঙ্গে আঁকড়ে যায়। এই কারণে ঘুমন্ত পায়রা গাছের ডাল থেকে পড়ে যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ