Call

পরীক্ষায় জানা গেছে যে অনেক জটিলতা-বর্জিত এবং অনুন্নত ধরনের জীব সমুদ্রের জলে বাস করে। অধিকাংশ জীবের কোষে রক্তে এবং দেহের মধ্যস্থ অন্যান্য তরল পদার্থে নানারকম লবণ আছে। এই লবণগুলি সমুদ্রের জলেও পাওয়া যায়। এ সব থেকে অনুমান করা হয় যে, জীবনের উৎপত্তি হয়েছিল সমুদ্রের জলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ